Menaka Gambhir News: অভিষেক শ্যালিকা পরিচয়েই মেনকার ভিভিআইপি ট্রিটমেন্ট, জোর জল্পনা
কোনও মন্ত্রী না, কোনও আমলা না, এমনকি কোনও পদাধিকারী সরকারি অফিসারও তো নন। রাজ্যের শাসকদলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা হওয়ার সুবাদেই কি মেনকাও প্রভাবশালী, আর সেই কারনেই নিরাপত্তার বজ্র আঁটুনি, উঠছে প্রশ্ন।
কলকাতা: সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ভেতরে কয়লা পাচার মামলায় ইডির চোখা চোখা প্রশ্নের মুখে মেনকা গম্ভীর। আর বাইরে সিআরপিএফ জওয়ান, বিধাননগর কমিশনারেটের পুলিশ, স্পেশাল ফোর্স, নিরাপত্তারক্ষীদের ভিড়। ইডি জেরা শেষ হওয়ার আগেই নিরাপত্তারক্ষীরা একের পর এক গার্ডরেল দিয়ে ঘিরে ফেলে গোটা এলাকা। মেনকা গম্ভীরের বেরনোর রাস্তা সুরক্ষিত করতে কত ব্যস্ত সকলে। কিন্তু কেন এই নিরাপত্তার বাড়াবাড়ি? কোনও মন্ত্রী না, কোনও আমলা না, এমনকি কোনও পদাধিকারী সরকারি অফিসারও তো নন। রাজ্যের শাসকদলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা হওয়ার সুবাদেই কি মেনকাও প্রভাবশালী, আর সেই কারনেই নিরাপত্তার বজ্র আঁটুনি, উঠছে প্রশ্ন।
মেনকা গম্ভীরের ভিভিআইপি ট্রিটমেন্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক বা গরু পাচার, কয়লা পাচার মামলা- শাসকদলকে বারবার বিদ্ধ হতে হয়েছে এই প্রভাবশালী তকমাতেই। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, তৃণমূলের এই দুই হেভিওয়েট নেতা আপাতত গারদে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা এই প্রভাবশালী তকমাতেই আদালতে বাজিমাত করেছেন। ইডি ও সিবিআইয়ের তরফ থেকে বারংবার বলা হয়েছে, কয়লা এবং গরু পাচারে কোনও প্রভাবশালী যোগ রয়েছে। অভিযোগ, সেই প্রভাবশালীরা মোটা টাকার বিনিময়ে এই পাচারে মদত দিয়েছে। আজ সিজিও কমপ্লেক্সে মেনকা গম্ভীরের নিরাপত্তা বেষ্টনী দেখে আবারও প্রকাশ্যে এই প্রভাবশালী তত্ত্ব। বিরোধীরা যে এই তত্ত্বকে হাতিয়ার করেই আবার সরব হবেন তা বলাই বাহুল্য।
যদিও কয়লাকাণ্ডে মেনকা গম্ভীরের জেরাপর্বে নাটকের শেষ নেই। দিল্লির বদলে আজ কলকাতায় দুপুর সাড়ে ১২টা নাগাদ তলব করা হয়েছিল তাঁকে। তবে তার আগেই টুইস্ট। ইডির সমনে PM বদলে যায় AM-এ। যদিও সমনের দিন ও সময় অক্ষরে অক্ষরে পালন করতে মধ্যরাতেই ইডি অফিসে পৌঁছে যান মেনকা গম্ভীর, সঙ্গে তাঁর আইনজীবী। ইডি অফিসে কারওর দেখা না পেয়ে মিনিট ২০ অপেক্ষা করে ফিরে যান তিনি। ইডি সূত্রে পরে ভুল স্বীকার করে নতুন করে দুপুর বেলায় যাওয়ার সমনও পাঠিয়ে দেওয়া হয়। সেইমতোই সোমবার দুপুর ১২.৪৩ মিনিটে ইডি দফতরে ঢোকেন। তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, বারবার এই বার্তাটিই যেন দিতে চাইছেন অভিষেকের শ্যালিকা। যদিও ইডি আধিকারিকরা মেনকা গম্ভীরের জবাবে কতটা সন্তুষ্ট বা মেনকা আদপে কতটা তদন্তে সহযোগিতা করেছেন তা এখনও স্পষ্ট নয়।