Kunal Vs Suvendu: মহিলা পুলিশ দেখে ডোন্ট টাচ্ মি…! শুভেন্দুকে ‘সখী’ বললেন কুণাল
কুণাল বলেন, "তিন জন মহিলা পুলিশ ঘিরে রেখেছিল, বলছেন নো নো, ডোন্ট টাচ্ মি। লজ্জাবতী লতা আমার, হাঁটতে হাঁটতে চলে গেল। এতো হাস্যকর।" একই সঙ্গে তাঁর দাবি, রাজ্য বিজেপির নবান্ন অভিযান ব্যর্থ।
কলকাতা: প্রথমে ইট। আর তারপর ইটের বদলে পাটকেল। হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিমের সঙ্গে তুলনা করেছিলেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতাকে কুণাল বিঁধলেন ‘লজ্জাবতী লতা, সখী’ বলে।
মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচির শুরুতেই ‘বোল্ড’ হয়েছেন শুভেন্দু। বাড়ি থেকে বেড়িয়ে সাঁতরাগাছি আসার পথেই পিটিএসে আটক। পুলিশ কর্তা আকাশ মেঘারিয়ার সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা। ক্যামেরার সামনেই তাঁকে বলতে শোনা যায়, “মমতা বন্দ্যোপাধ্যায় লেডি কিম, পশ্চিমবঙ্গকে নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে।” তারপর প্রিজন ভ্যানে উঠে তাঁর হুশিয়ারি, “সব সুদে আসলে তুলব।” এরপর প্রতিক্রিয়া দিতে বিলম্ব করেনি তৃণমূলও। দলীয় মুখাপাত্র সাংবাদিক বৈঠক ডেকে কার্যত ব্যক্তি আক্রমণ শানিয়ে কাঠগড়ায় তোলেন শুভেন্দু অধিকারীকে। কুণাল ঘোষ শুভেন্দুকে বললেন ‘সখী’, ‘আলু ভাতে নেতা’।
এরপর অঙ্গভঙ্গি করে কুণাল বলেন, “তিন জন মহিলা পুলিশ ঘিরে রেখেছিল, বলছেন নো নো, ডোন্ট টাচ্ মি। লজ্জাবতী লতা আমার, হাঁটতে হাঁটতে চলে গেল। এতো হাস্যকর।” একই সঙ্গে তাঁর দাবি, রাজ্য বিজেপির নবান্ন অভিযান ব্যর্থ।