জোরপাটকি গ্রামে ফিরল নিথর দেহ, মৃতদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে মমতা

সৌরভ পাল |

Apr 11, 2021 | 3:58 PM

নিথর দেহ ফিরল জোরপাটকিতে। ৫ দেহকে ঘিরে শোকস্তব্ধ গোটা গ্রাম। বিশেষ মঞ্চ তৈরি করে মৃতদের শ্রদ্ধাজ্ঞাপন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কেন মরতে হল নাগরিকদের? সেই প্রশ্নই গ্রামবাসীদের মুখে মুখে।

Follow Us

ভোট চতুর্থীতে (West Bengal Assembly Election) সংবাদ শিরোনামে শুধুই কোচবিহার (Coochbehar)। আধাসেনার (CRPF) গুলিতে মৃত্যু পাঁচজনের। যে মৃত্যু নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি।

নিথর দেহ ফিরল শীতলকুচির জোরপাটকিতে (Jorpatki)। হিংসার বলি ৫ দেহকে ঘিরে শোকস্তব্ধ গোটা গ্রাম। বিশেষ মঞ্চ তৈরি করে মৃতদের শ্রদ্ধাজ্ঞাপন জোরপাটকি গ্রামে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে কেন জীবন দিতে হল তাদের? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে গ্রামবাসীদের মুখে।

অন্যদিকে কমিশনের (Election Commission) নিয়ম মেনে শীতলকুচির সভা বাতিল করলেন তৃণমূল সুপ্রিমো (Trinamool Congress)। পরিবর্তে মৃতদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে জেলা প্রশাসনের কাছে গোটা ঘটনার সবিস্তার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=NkwMzsdPns8[/embedyt]

ভোট চতুর্থীতে (West Bengal Assembly Election) সংবাদ শিরোনামে শুধুই কোচবিহার (Coochbehar)। আধাসেনার (CRPF) গুলিতে মৃত্যু পাঁচজনের। যে মৃত্যু নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি।

নিথর দেহ ফিরল শীতলকুচির জোরপাটকিতে (Jorpatki)। হিংসার বলি ৫ দেহকে ঘিরে শোকস্তব্ধ গোটা গ্রাম। বিশেষ মঞ্চ তৈরি করে মৃতদের শ্রদ্ধাজ্ঞাপন জোরপাটকি গ্রামে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে কেন জীবন দিতে হল তাদের? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে গ্রামবাসীদের মুখে।

অন্যদিকে কমিশনের (Election Commission) নিয়ম মেনে শীতলকুচির সভা বাতিল করলেন তৃণমূল সুপ্রিমো (Trinamool Congress)। পরিবর্তে মৃতদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে জেলা প্রশাসনের কাছে গোটা ঘটনার সবিস্তার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=NkwMzsdPns8[/embedyt]

Next Video