Arijit Singh Sad: কার মৃত্যুতে ভেঙে পড়লেন অরিজিৎ, হঠাৎ কী এমন হল?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Feb 05, 2024 | 11:50 PM

২০২১-এ মা’কে হারিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। এবার আরও এক খারাপ খবর। গায়ক হারালেন তাঁর আরও এক কাছের মানুষ; তাঁর এতদিনের সঙ্গী, দিদা ভারতী দেবীকে। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৮২ বছর।

ঐন্দ্রিলার জন্মদিনে ২৬টি গাছ পেল প্রাণ
বেঁচে থাকলে আজ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার বয়স হত ২৬ বছর। অভিনেত্রীর জন্মদিনের সকালে তাঁর ছবি বুকে চেপে ধরে মা শিখা শর্মা বললেন, “ঐন্দ্রিলার জন্মদিনে আমার নার্সিং স্কুলে ২৬টি গাছ লাগানো হবে। আমার স্বামীর হাসপাতালেও ২৬টি গাছ পোঁতা হবে।”

স্বজনহারা অরিজিৎ
২০২১-এ মা’কে হারিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। এবার আরও এক খারাপ খবর। গায়ক হারালেন তাঁর আরও এক কাছের মানুষ; তাঁর এতদিনের সঙ্গী, দিদা ভারতী দেবীকে। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৮২ বছর।

মিমির সাফল্য
লোকসভা নির্বাচনের আগেই সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর ঝুলিতে নতুন মুকুট। বরাবরই সাহসী এই নায়িকা পেলেন স্কুবা ডাইভিংয়ের বিশেষ শংসাপত্র। সেই ছবি শেয়ার করে মিমি লেখেন, “ওরা কী বলল বিশ্বাস করবেন না, যান আর নিজেই সেই কাজ করুন।”

বিপদে ইমন
তৃতীয় বিবাহবার্ষিকী পালনে স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে কেরল গিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। আর সেখানে গিয়েই মুনিয়ারা নামক এক জায়গায় রোড ট্রিপ করতে গিয়ে মহাবিপাকে ইমন। এবড়ো-খেবড়ো রাস্তায় গাড়ির মধ্যে বসে ঈশ্বরকে ডাকাডাকি গায়িকার।

নীল-তৃণার সেলিব্রেশন
মধ্যরাতে চলল সেলিব্রেশন। দেখতে-দেখতে তিন বছর পার নীল ভট্টাচার্য ও তৃণা সাহার বিয়ে। তাই বরের সঙ্গেই কেক কেটে একাকী সেলিব্রেশন পর্ব মেটালেন তৃণা। একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নীলের উদ্দেশে লিখলেন, সব কিছুর জন্য ধন্যবাদ।

কী করছেন সোনামণি?
চার মাস ধরে কাজ করছেন না কোনও। বাংলা সিরিয়াল ‘এক্কা দোক্কা’ শেষ হওয়ার পর বিরতি নিচ্ছেন বাঙালি সিরিয়াল অভিনেত্রী সোনামণি সাহা। এই বিরতিতে নিজের প্রিয় কাজ ছবি আঁকায় মন বসিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে পড়ছেন প্রচুর প্রচুর বইও। অপেক্ষায় আছেন একটি ভাল চিত্রনাট্য়েরও।

স্বামীর প্রাক্তন স্ত্রী দিলেন হাততালি
বিদেশি গায়ক বব মার্লের লেখা একটি গান নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। গানের কথার অর্থ, মানুষ তাঁর স্বরূপ তুলে ধরলে ঘৃণার পাত্রী হয়ে ওঠেন এবং ভালবাসা পান মিথ্যাচার করলে। সেই পোস্টে হাততালি দিয়েছেন দেবলীনার স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা বসু। যদিও দুই অভিনেত্রীর মধ্য়ে ভালবাসা প্রচুর। একে-অপরের পাশে থাকেন সর্বদাই।

সাফাই পুনমের টিমের
২ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল পুনম পাণ্ডের মিথ্যে মৃত্যু সংবাদে। যদিও একদিন পরই তিনি সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে জানিয়েছিলেন সারভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতা গড়তেই তাঁর এই পদক্ষেপ। কটাক্ষের ঝড়ে এবার তাঁর টিম চাইল ক্ষমা। বিবৃতি জারি করে লেখা হল: এর সঙ্গে কোনও আর্থিক লেনদেন জড়িয়ে নেই। শুধুই সচেতনতার জন্য এই পদক্ষেপ। ক্ষমা করবেন।

জমল না ‘ফাইটার’
হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ছবি ‘ফাইটার’ অতিকষ্টে ৩০০ কোটির দরজায়। ১১ দিনের মাথায় বিশ্বের বক্স অফিস রেকর্ড মিলিয়ে এই আয়। ভারতের বুকে যে সংখ্যা বেজায় কম। ছবির বক্স অফিস আয় দেখে আক্ষেপের সুর পরিচালক সিদ্ধার্থ আনন্দের কণ্ঠে। নিজেই বললেন, “কেন এমন হল বুঝলাম না।”

Published on: Feb 05, 2024 11:16 PM