Amitabh Bachachan: দেখতে দেখতে ৪১ বছর পার
দেখতে দেখতে ৪১ বছর পার। এই ৪১ বছর ধরে লড়াই করে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অমিতাভ বচ্চন। ১৯৬৯ এ মৃণাল সেনের 'ভুবন সোম' ছবিতে কণ্ঠশিল্পী হিসেবে প্রথম বলিউডে পা রাখেন অমিতাভ। ১৯৬৯ এ প্রথম অভিনয় খাজা আহমদ আব্বাসের ছবি 'সাত হিন্দুস্তানি'তে।
দেখতে দেখতে ৪১ বছর পার। এই ৪১ বছর ধরে লড়াই করে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অমিতাভ বচ্চন। ১৯৬৯ এ মৃণাল সেনের ‘ভুবন সোম’ ছবিতে কণ্ঠশিল্পী হিসেবে প্রথম বলিউডে পা রাখেন অমিতাভ। ১৯৬৯ এ প্রথম অভিনয় খাজা আহমদ আব্বাসের ছবি ‘সাত হিন্দুস্তানি’তে। স্ট্রাগলার, নিউ কামার অমিতাভ প্রথম হিট দেন ১৯৭৩ এ ‘জঞ্জির’ ছবিতে।
রোমান্টিক হিরোর চেনা ছক ভেঙে বলিউড দেখে ‘অ্যাঙ্গরি ইয়ংম্যান’কে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। উত্থান পতনে ভরা দশকের পর দশক কেটেছে। তাঁর ঘন কালো চুল আজ রুপোলি। তবু এক চুলও কমেনি তাঁর জনপ্রিয়তা। আজও নিয়ম করে প্রতি রবিবার খুলে যায় প্রসাদোপম ‘জলসা’র গেট। বাইরে তখন অপেক্ষায় তার অজস্র গুণমুগ্ধ। সুপারস্টারকে একবার চোখের দেখা দেখবেন তাঁরা। এটাই এখন নিয়ম, এটাই এখন অভ্যাস। এমনই এক রবিবারের ছবি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন সুপারস্টার অমিতাভ বচ্চন। ভক্তদের প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করলেন তিনি।