Durga Puja 2023: দশমীতেই বন্ধ হবে হোয়াটসঅ্যাপ
পুজোর মধ্যে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। নির্দিষ্ট কিছু ফোনের বেশ কিছু মডেলে বন্ধ হবে এই মেসেজিং সার্ভিস। পুরনো অপারেটিং সিস্টেমে অক্টোবর মাস থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ওএস ৪.১ বা তার থেকেও পুরনো ভার্সনগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এই ওএসে যেসব ফোন চলে সেখানে তাদের হোয়াটসঅ্যাপ পরিষেবা দেবে না মেটা।
পুজোর মধ্যে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। নির্দিষ্ট কিছু ফোনের বেশ কিছু মডেলে বন্ধ হবে এই মেসেজিং সার্ভিস। পুরনো অপারেটিং সিস্টেমে অক্টোবর মাস থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ওএস ৪.১ বা তার থেকেও পুরনো ভার্সনগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এই ওএসে যেসব ফোন চলে সেখানে তাদের হোয়াটসঅ্যাপ পরিষেবা দেবে না মেটা। কোন কোন মডেলের ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ?
নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি নোট ২, এইচটিসি ওয়ান, সোনি এক্সপিরিয়া জেড, এলজি অপটিমাস জি ২। স্যামসাং গ্যালাক্সি এস ২, স্যামসাং গ্যালাক্সি নেক্সাস, এইচটিসি সেনসেশান, মোটরলা র্যাজার। সোনি এক্সপিরিয়া এস ২, মোটরলা জুম, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, আসুস ই প্যাড ট্রান্সফরমার, এসার ইকোনিয়া ট্যাব এ৫০০৩। স্যামসাং গ্যালাক্সি এস, এইচটিসি ডিজায়ার এইচডি, এলজি অপ্টিমাস ২এক্স, সোনি এরিকসন এক্সপিরিয়া আর্ক৩।
এই ফোনগুলো ২৪ অক্টোবরের মধ্যে আপগ্রেড করাতে হবে। নইলে এই ফোনের ইউজাররা আর পাবেন না হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ। আপনার ফোনও কি বন্ধ হবে? পরীক্ষা করতে ফোনের সেটিংসে যান। সেখানে গিয়ে ‘অ্যাবাউট ফোন’ এর ভিতরে ‘সফটওয়্যার ইনফরমেশন’ চেক করুন। যদি আপনার ওএস ৪.১ বা তার থেকেও পুরনো হয় তাহলে আপগ্রেড করান ফোনের ওএস।