Kolkata Climate Change: বাড়বে তাপপ্রবাহ, সুপার সাইক্লোন, বন্যায় ডুববে কলকাতা

Kolkata Climate Change: বাড়বে তাপপ্রবাহ, সুপার সাইক্লোন, বন্যায় ডুববে কলকাতা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 08, 2023 | 6:32 PM

চরম ভাবাপন্ন হবে কলকাতার আবহাওয়া। বৃষ্টির পরিমাণ বাড়বে দিনে দিনে। ২২১ কিমি প্রতি ঘণ্টা বা তারও বেশি বেগের ঝড় বাড়বে। বাড়বে সুপার সাইক্লোন। এই শতকের শেষে সুন্দরবনের জলস্তর বাড়বে প্রায় ৬০ সেমি। কী করলে বাঁচবে কলকাতা? বিজ্ঞানীরা বলছেন শেষের শুরু হয়ে গেছে। তবে কিছুটা বাঁচাতে পারে বনসৃজন, ম্যানগ্রোভ প্ল্যান্টেশান। ভূগর্ভস্থ জলের রিচার্জিং ও জল সংরক্ষণ না করলে মহাপ্রলয় থেকে বাঁচার উপায় নেই।

ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জের রিপোর্টে কলকাতার গড় তাপমাত্রা তারতম্য দেখা যাচ্ছে। ১৯৫০ থেকে ২০১৮র মধ্যে কলকাতার বার্ষিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ১৮৫০ থেকে ১৯০০র মধ্যে কলকাতার তাপমাত্রা বেড়েছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩এর তাপমাত্রার বৃদ্ধি রেকর্ড ছুঁয়েছে। গত ৫০ বছরের মধ্যে উষ্ণতম জুন দেখেছে কলকাতা। ৮ জুন ২০২৩ কলকাতার তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩ জুনে গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। জুনে ৫০ ডিগ্রির আশেপাশেও চলে যায় কলকাতার উষ্ণতা। এই তাপমাত্রার চলনে সতর্কতার পূর্বাভাস দিচ্ছেন IPCC র বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি ১৫০ দিন অন্তর ৩৫ ডিগ্রির ওপরে তাপমাত্রা হবে কলকাতার। চরম ভাবাপন্ন হবে কলকাতার আবহাওয়া। বৃষ্টির পরিমাণ বাড়বে দিনে দিনে। ২২১ কিমি প্রতি ঘণ্টা বা তারও বেশি বেগের ঝড় বাড়বে। বাড়বে সুপার সাইক্লোন। এই শতকের শেষে সুন্দরবনের জলস্তর বাড়বে প্রায় ৬০ সেমি। কী করলে বাঁচবে কলকাতা? বিজ্ঞানীরা বলছেন শেষের শুরু হয়ে গেছে। তবে কিছুটা বাঁচাতে পারে বনসৃজন,ম্যানগ্রোভ প্ল্যান্টেশান। ভূগর্ভস্থ জলের রিচার্জিং ও জল সংরক্ষণ না করলে মহাপ্রলয় থেকে বাঁচার উপায় নেই।