Sperm Donate: ছাত্ররা স্পার্ম দিলেই হাজার হাজার টাকা
চিনে বন্ধ্যাত্ব কমানোর জন্য অতীতে তৈরি হয় হিউম্যান স্পার্ম ব্যাঙ্ক। সেই ব্যাঙ্কের শুক্রাণুর ভাঁড়ারও শেষ। এবার শি জিনপিং সরকার নিয়েছে এক অভিনব উদ্যোগ। ইউনিভার্সিটি ছাত্ররা টাকার বিনিময়ে স্পার্ম ডোনেট করতে পারবেন। শুরু হয়েছে স্পার্ম প্রতিযোগিতার আসর। ৫০ দিনের সেই প্রতিযোগিতায় ২০বার শুক্রাণু দান করতে পারবেন ছাত্ররা।
কর্মস্থলে অতিরিক্ত চাপ, অত্যধিক সচেতনতা, নির্ঝঞ্ঝাট জীবন যাপনের ঝোঁকে চিনের জন্মহার নিম্নগামী। দূষণের কারনেও অনেকের শুক্রানুর মান খারাপ। সন্তান ধারণে তাই হচ্ছে সমস্যা। চিনে বন্ধ্যাত্ব কমানোর জন্য অতীতে তৈরি হয় হিউম্যান স্পার্ম ব্যাঙ্ক। সেই ব্যাঙ্কের শুক্রাণুর ভাঁড়ারও শেষ।
এবার শি জিনপিং সরকার নিয়েছে এক অভিনব উদ্যোগ। ইউনিভার্সিটি ছাত্ররা টাকার বিনিময়ে স্পার্ম ডোনেট করতে পারবেন। শুরু হয়েছে স্পার্ম প্রতিযোগিতার আসর। ৫০ দিনের সেই প্রতিযোগিতায় ২০বার শুক্রাণু দান করতে পারবেন ছাত্ররা। ঝেংঝুতে এই প্রতিযোগিতা চালাচ্ছে হিউম্যান স্পার্ম ব্যাঙ্ক।
প্রতিবার ৬,১০০ ইউয়ান বা ৬৯,৩৭৭ টাকা করে পাবেন ছাত্ররা। দেওয়া হবে যাতায়াতের ভাড়াও। যারা স্পার্ম ডোনেট করবেন তাঁদের। বয়স হতে হবে ২০ থেকে ৪৫ এর মধ্যে। উচ্চতা হতে হবে অন্তত ১.৬৫ মিটার। থাকা চলবে না কোনও জিনগত ও সংক্রামক রোগ। মদ্যপায়ী, ধূমপায়ী, সমকামী ও মাদকাসক্তরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। দেখা হবে শুক্রাণুর মান, পরিমাণ, ঘনত্ব ও গঠনগত গুণাবলি। প্রতিযোগীদের প্রফেশনাল ফার্টিলিটি অ্যাসেসমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে প্রতিযোগিতার শেষে। সেরা ২ জন শুক্রাণুদাতাকে বিজয়ী হিসাবে বেছে নেওয়া হবে।