Anubrata Mondal News: ‘সুকন্যা ঘনিষ্ঠ’ কেষ্ট অনুরাগীর বাড়িতে হানা, কী পেল সিবিআই?

Aug 21, 2022 | 4:01 PM

Anubrata Mondal: ২০১১ সাল থেকেই কেষ্ট ঘনিষ্ঠ হয়ে পড়েন এই বিদ্যুৎবাবু। কালিকাপুরে কেষ্ট-ঘনিষ্ঠর বাড়িতে ৫-৬ জনের একটি সিবিআই দল পৌঁছেছে বলে খবর সূত্রের।

বোলপুর: সিবিআইয়ের নজরে আরও এক অনুব্রত ঘনিষ্ঠ। বোলপুরে বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই আধিকারিকদের হানা। বোলপুর পুরসভার একজন কর্মী বিদ্যুৎবাবু। কেষ্টর কন্যার সঙ্গে নাকি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই বিদ্যুৎবাবুর, এমনই খবর মিলেছে গোয়েন্দাদের তরফে।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সুকন্যা মণ্ডলের যে দু’টি সংস্থা রয়েছে, সেখানে দ্বিতীয় ডিরেক্টরের স্থানে নাকি নাম রয়েছে এই বিদ্যুৎবরণ গায়েনের। বোলপুর পুরসভার সাধারণ এক কর্মী হলেও তাঁর প্রাসাদোপম বাড়ি দেখে চমকে উঠেছেন গোয়েন্দারা। যদিও একটি নয়, একই অঞ্চলে পরপর দুটি বাড়ি রয়েছে বিদ্যুৎবাবুর। স্থানীয় বাসিন্দাদের মতে, ২০১১ সাল থেকেই কেষ্ট ঘনিষ্ঠ হয়ে পড়েন এই বিদ্যুৎবাবু। কালিকাপুরে কেষ্ট-ঘনিষ্ঠর বাড়িতে ৫-৬ জনের একটি সিবিআই দল পৌঁছেছে বলে খবর সূত্রের।

কবে তৈরি হয়েছে সংস্থা দুটি? সংস্থায় বিনিয়োগ করা অর্থের উৎস কী? ডিরেক্টর পদে আসীন হওয়ার দরুণ এই তথ্যগুলো বিদ্যুৎবাবু জানেন বলেই অনুমান সিবিআই আধিকারিকদের। কবে কীভাবে তৈরি হয় এই সংস্থা দুটি? দুর্নীতির কালো টাকা সাদা হত সুকন্যার তত্ত্বাবধানে? প্রশ্নের উত্তর পেতে বিদ্যুৎবাবুকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা, খবর সূত্রের।