Burdwan University News: এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 18, 2023 | 5:20 PM

অবশেষে নড়েচড়ে বসলো বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। যাদবপুর-কান্ড থেকে শিক্ষা!২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে হস্টেল বন্টনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

অবশেষে নড়েচড়ে বসলো বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। যাদবপুর-কান্ড থেকে শিক্ষা!২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে হস্টেল বন্টনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রতি হস্টেলে বহিরাগত রুখতে হস্টেলের প্রতিটি রুমের নাম্বারিং করার পাশাপাশি রুমগুলিতে কোন কোন ছাত্র থাকছে তার তালিকা তৈরী করা হবে এবং সেই তালিকা নোটিশবোর্ডে লাগানো হবে এবং সেই তালিকা হস্টেলের স্টুয়ার্ড,সুপার ও নিরাপত্তারক্ষীদের কাছে থাকবে।এবং সেই তালিকার বাইরে কারা হস্টেলগুলিতে ঢুকছে বেড়োচ্ছে তা সময় সহ নথিভুক্ত করা হবে রেজিস্টার-বুকে। এছাড়াও র‍্যাগিং রোধের জন্য ও সিনিয়র ও সুপার সিনিয়রদের দাপট কমাতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে প্রথমবর্ষের ছাত্রছাত্রী-দের জন্য সম্পূর্ণ আলাদা হস্টেলের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আশীষ পাণিগ্রাহী-র সভাপতিত্বে তড়িঘড়ি ডাকা বৈঠকে এই সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়েছে বলে জানিয়েছেন সহ-উপাচার্য আশীষ পাণিগ্রাহী।