Siliguri White Tiger Death: সাদা বাঘের মৃত্যু
শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে ফের মৃত্যু হলো একটি রয়েল বেঙ্গল টাইগার শাবকের। বেঙ্গল সাফারি সূত্রে খবর, সাদা বাঘিনী কিকার এক শাবকে মৃত্যু হল। এই পার্কে দিন কয়েক আগে তার অন্য আরেকটি শাবকের মৃত্যু হয়েছিল। ফলে সাদা রয়েল বেঙ্গল টাইগার কিকার দুই শাবকেরই মৃত্যু হল।
শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে ফের মৃত্যু হলো একটি রয়েল বেঙ্গল টাইগার শাবকের। বেঙ্গল সাফারি সূত্রে খবর, সাদা বাঘিনী কিকার এক শাবকে মৃত্যু হল। এই পার্কে দিন কয়েক আগে তার অন্য আরেকটি শাবকের মৃত্যু হয়েছিল। ফলে সাদা রয়েল বেঙ্গল টাইগার কিকার দুই শাবকেরই মৃত্যু হল। গত জুলাই মাসে কিকা দুই শাবক জন্ম দেওয়ার পর একটি শাবক দিন কয়েকের মধ্যেই মারা যায়। অন্য শাবকটিকে কড়া নজরে রাখা হয়েছিল। দিন কয়েক ধরেই অপুষ্টিতে ভুগছিল সে। শুধু কিকার দুই শাবকের মৃত্যুই নয়, অন্য একটি বাঘিনী শিলার এক শাবকেরও মৃত্যু হয় কিছু দিন আগে। বারংবার এভাবে রয়েল বেঙ্গল শাবকের মৃত্যু ঘিরে বেঙ্গল সাফারি পার্কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ নিয়ে মুখে কুলুপ পার্ক কর্তৃপক্ষের।