Global Warming: রেকর্ড উষ্ণতায় ফুটছে বিশ্ব

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 22, 2023 | 5:00 PM

Climate Change: জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে তাপমাত্রার বৃদ্ধি পেয়েছে। ব্রিটেন ও জাপানের তাপমাত্রা অতীত সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ১২৫ বছরে উষ্ণতম জাপান। গত ১৩৯ বছরে এত গরম কখনও সেপ্টেম্বর দেখেনি ব্রিটেন। জাপান স্বাভাবিকের চেয়ে ২.৬৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে তাপমাত্রার বৃদ্ধি পেয়েছে। ব্রিটেন ও জাপানের তাপমাত্রা অতীত সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ১২৫ বছরে উষ্ণতম জাপান। গত ১৩৯ বছরে এত গরম কখনও সেপ্টেম্বর দেখেনি ব্রিটেন। জাপান স্বাভাবিকের চেয়ে ২.৬৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। জাপানের ১৫৩টি স্থানের ১০০ টির তাপমাত্রা রেকর্ড ব্রেকিং। ওসাকা ২৭.৯, টোকিও ২৬.৭ ডিগ্রি ও নাগোয়াতে ২৭.৩ সেন্টিগ্রেড।

সেপ্টেম্বরে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড,অস্ট্রিয়া ও সুইৎজারল্যান্ডে তাপমাত্রার ব্যপক বৃদ্ধি হয়েছে। ১৯৯১ এর তুলনায় ২০২০তে ফ্রান্সে উষ্ণতা বেড়েছে ৩.৫ থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। জুন থেকে অগাস্ট এই ৩ মাসে সারা দুনিয়ার গড় তাপমাত্রা ১৬.৭৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। জানাচ্ছে কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। ২০২৩ এর তাপ মাত্রা বৃদ্ধি ছাপিয়ে গেছে ২০১৯এর অতীত রেকর্ড। ইউনাইটেড নেশনের মহাসচিব গ্লোবাল ওয়ার্মিং নিয়ে রাষ্ট্রপ্রধানদের ভাবনা চিন্তা করতে বলেন।