Nipah Virus Symptoms: নিপার মোকাবিলায় জানুন উপসর্গ
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস। বিজ্ঞানীদের মতে, বাদুড় থেকে ছড়িয়ে শুকরের মাধ্যমে ছড়াচ্ছে এই রোগ। নিপা ভাইরাসের উপসর্গ জ্বর সঙ্গে কাশি, মাথা ও গলা ব্যথা, শ্বাসকষ্ট ও বমি। সংক্রমণের ৪ থেকে ১৪ দিনের মধ্যে দেখা দেয় এই উপসর্গ।
আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস। বিজ্ঞানীদের মতে, বাদুড় থেকে ছড়িয়ে শুকরের মাধ্যমে ছড়াচ্ছে এই রোগ। নিপা ভাইরাসের উপসর্গ জ্বর সঙ্গে কাশি, মাথা ও গলা ব্যথা, শ্বাসকষ্ট ও বমি। সংক্রমণের ৪ থেকে ১৪ দিনের মধ্যে দেখা দেয় এই উপসর্গ। বিশেষজ্ঞরা বলছেন কেরল ফেরতদের মধ্যে এই উপসর্গ হলে সব্ধান হোন। নিপার প্রাবল্য বাড়লে কাঁপুনি, খিঁচুনি ও বিভ্রান্তি দেখা যায়। এতে মৃত্যুর আশঙ্কা ৪০% থেকে ৭০% ।
লালার আরটি পিসিআর পরীক্ষা করে এই রোগ নিশ্চিত করা যায়। আরটি পিসিআরে পজেটিভ হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের কাছে যান। কোভিডের মতো স্বাস্থ্য সংক্রান্ত গাইড লাইন মেনে চলুন। সাবান দিয়ে হাত ধুয়ে নিন বার বার। ফল খাবার সময়ে পরিষ্কার করে খান। বাদুড় ও শুকরের সংস্পর্শ এড়িয়ে চলুন। আক্রান্ত ব্যক্তির থেকে দূরে থাকুন। অযথা আতঙ্কিত হবেন না আতঙ্ক ছড়াবেন না।