মমতার প্রার্থী ঘোষণার দিনই দল ছাড়ার জল্পনা, সন্ধ্যায়ই দীনেশ বজাজ-মুকুল রায় বৈঠক
sreejayee das | Edited By: সৌরভ পাল
Updated on: Mar 05, 2021 | 6:52 PM
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায়ই মুকুল রায়ের (Mukul Roy) সঙ্গে বৈঠকে বসবেন দীনেশ বজাজ। তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনাও জোরাল হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ঘোষণার দিনই তৃণমূলে ধাক্কা? দলের কোর কমিটির পদ ছাড়বেন দীনেশ বজাজ? সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায়ই মুকুল রায়ের সঙ্গে বৈঠকে বসবেন দীনেশ বাজাজ। তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনাও জোরাল হচ্ছে।