Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Actress Sridevi Gossip: বিয়ের আগেই শ্রীদেবীর গর্ভে জাহ্নবী?

Actress Sridevi Gossip: বিয়ের আগেই শ্রীদেবীর গর্ভে জাহ্নবী?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 15, 2023 | 8:05 PM

শ্রীদেবীকে ১৯৮৬ য়ে বিয়ে করেন বনি কাপুর। তার কয়েক মাস পর দ্বিতীয়বার সামাজিকভাবে বিয়ে করেন শ্রীদেবী ও বনি। সেই সময়ে শ্রীদেবী গর্ভবতী ছিলেন। গুজব রটে বিয়ের আগেই শ্রীদেবী জাহ্নবীর জন্ম দেন।

শ্রীদেবীকে ১৯৮৬ য়ে বিয়ে করেন বনি কাপুর। তার কয়েক মাস পর দ্বিতীয়বার সামাজিকভাবে বিয়ে করেন শ্রীদেবী ও বনি। সেই সময়ে শ্রীদেবী গর্ভবতী ছিলেন। গুজব রটে বিয়ের আগেই শ্রীদেবী জাহ্নবীর জন্ম দেন। এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি কাপুর খোলসা করেন। গুজব উড়িয়ে দিয়ে বনি বলছেন। তিনি ও তাঁর পরিবার ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় পরিচয় থেকে কোনওদিন দূরে সরেননি।

১৯৯৬ এর ২ জুন সিরডিতে বিয়ে করেন শ্রীদেবী ও বনি কাপুর। পরের বছর জানুয়ারিতে তাঁরা যখন সামাজিক বিয়ে করেন তখন স্পষ্ট হয়ে ওঠে শ্রীদেবীর গর্ভাবস্থা। তখন বিয়ে করা ছাড়া তাঁদের কাছে আর কোনও উপায় ছিল না। তবে বনির দাবি, জাহ্নবী কাপুরের জন্ম শ্রীদেবী ও বনি কাপুরের বিয়ের আগে হয়নি। বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রীর দুই সন্তান অর্জুন কাপুর এবং অনসুলা কাপুর।

শ্রীদেবী ও বনি কাপুরের দুই মেয়ে জাহ্নবী ও খুশি। প্রতি জন্মদিনে শ্রীদেবী তিরুপতি মন্দির যেতেন। পারিবারিক কোনও সমস্যা বা সংকটে জুহু থেকে সিদ্ধি বিনায়ক মন্দির পর্যন্ত খালি পায়ে হেঁটে পুজো দিতে যেতেন শ্রীদেবী। ২০১৮ এ দুবাইয়ের এক হোটেলে বাথ টবে ডুবে শ্রীদেবীর রহস্যজনক মৃত্যু হয়।