Covid Lockdown in India: চিনে ফের কোভিডের দাপাদাপি, ভারতে আবারও লকডাউনের আশঙ্কা?
Coronavirus: চিনে ফের বেলাগাম করোনা। ডেল্টা বা ওমিক্রন, আগেরবারের কোভিড সুনামির কথা মাথায় রেখে আগাম ব্যবস্থা নিতে চাইছে কেন্দ্র।
দিল্লি: ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে করোনা। চিনের কোভিড পরিস্থিতি ইতিমধ্যে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হু-এর। যদিও এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কোনও রকমের সতর্কবার্তা মেলেনি। যদিও আগেরবারের ঢেউয়ের কথা মাথায় রেখে নড়েচড়ে বসেছে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ বাড়ছে ফের, আর তাই কোভিদের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করে রাজ্যগুলোকে চিঠি দিয়েছে স্বাস্থ্য দফতর।
রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠি, আর চিঠি পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই বৈঠকের ডাক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজেশ ভূষণ আগাম সতর্কতা নিয়েছেন বলে খবর। ইতিমধ্যেই ৫-৬টি দেশে ফের বাড়ছে করোনা, খবর আন্তর্জাতিক সূত্রে। আর তাই SARS-CoV 2-এর নতুন স্ট্রেন যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে কেন্দ্র। জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দিতে পারে স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি তাৎক্ষণিক করোনা টেস্ট বা ভ্যাকসিন সংক্রান্ত সমস্যাও বৈঠকের আলোচ্য বিষয় হতে পারে বলে খবর।
চিনে ফের বেলাগাম করোনা। ডেল্টা বা ওমিক্রন, আগেরবারের কোভিড সুনামির কথা মাথায় রেখে আগাম ব্যবস্থা নিতে চাইছে কেন্দ্র। আন্তর্জাতিক বিমান চলাচল এখনও চালু রয়েছে পুরোদমে, আর তাই কোভিড সংক্রমণের বিষয়ে আগাম বৈঠকে কেন্দ্র।যদিও এখনই আংশিক বা সম্পূর্ণ লকডাউনের বিষয়ে কোনওরকম তথ্য মেলেনি কেন্দ্রের তরফে।