TMC Shahid Divas: ২১শে জুলাইয়ের কাউন্টডাউন শুরু

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 19, 2023 | 6:13 PM

21 July: আজকে আগত সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাসে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেন্ট্রাল পার্কে । সেখানেই করা হয়েছে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা

২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দিতে হাওড়ায় এসে পৌঁছলেন তৃনমূল কর্মী সমর্থকরা। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে আগত শতাধিক দলীয় সদস্য ও সমর্থদের হাওড়া স্টেশনে সাদরে অভ্যর্থনা জানালেন হাওড়ার তৃনমূল নেতারা। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, উত্তর হাওড়ার ব্লক সভাপতি অরিজিৎ বটব্যাল ও উত্তর হাওড়া আইনটিইউসির সভাপতি অরবিন্দ দাস । আজকে আগত সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাসে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেন্ট্রাল পার্কে । সেখানেই করা হয়েছে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা । আগামীকাল থেকে অন্যান্য বছরের মতো এবছরেও অন্যান্য জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা হাওড়ায় আসবেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে উত্তর হাওড়ার শ্যাম গার্ডেনে।সেখানেই তারা রাত্রি যাপন করে শুক্রবার একুশে জুলাই এর সকালে রওনা দেবেন ধর্মতলার উদ্দেশ্যে।