Bharat Or India Row: নাম বদলেছে যে দেশ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 17, 2023 | 12:13 PM

ভারত নাকি ইন্ডিয়া দেশের নাম কী হবে? এই নিয়ে তুঙ্গে জল্পনা। বিরোধী দল কংগ্রেসের জল্পনা ইন্ডিয়া তুলে দিয়ে দেশের নাম রাখা হবে শুধু ভারত। এর আগেও বিশ্বের বহু দেশের নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে।

Follow Us

ভারত নাকি ইন্ডিয়া দেশের নাম কী হবে? এই নিয়ে তুঙ্গে জল্পনা। বিরোধী দল কংগ্রেসের জল্পনা ইন্ডিয়া তুলে দিয়ে দেশের নাম রাখা হবে শুধু ভারত। এর আগেও বিশ্বের বহু দেশের নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে। দঃ পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সীমান্তবর্তী দেশ তুরস্ক। নাম বদলে এখন তুর্কিয়ে। রাষ্ট্রসংঘের অনুমোদনে হয় এই দেশের নাম পরিবর্তন। অটোমান সাম্রাজ্যের সংস্কৃতি, মূল্যবোধ ও সভ্যার ঐতিহ্যকে ভালভাবে প্রকাশ করে তুর্কিয়ে। তাই নাম বদল বলছেন দেশের রাষ্ট্রপতি। ইউরোপের হল্যান্ড নাম বদলে হয়েছে নেদারল্যান্ডস। এক সময়ে মাদক ও দেহ ব্যবসার রমরমার কারনে বদনাম হচ্ছিল হল্যান্ডের। মারাত্মক নেতিবাচক ছাপ পড়ছিল দেশের ভাবমূর্তিতে। সেই কলঙ্ক ধুয়ে ফেলতেই দেশের নাম বদল। চেকোস্লোভাকিয়া দু টুকরো হয়ে ১৯৯৩ এ তৈরি হয় স্লোভাকিয়া ও চেক রিপাবলিক। ২০১৬এ সেই চেক রিপাবলিক নাম বদলে হল চেকিয়া। নাম পরিবর্তনের কারন খেলোয়াড়দের জার্সিতে দেশের নাম লেখা যাচ্ছিল না। দেশীয় পণ্যে লেখা যাচ্ছিল না দেশের নাম। তাই পরিবর্তিত হয়েছে দেশের নাম। আলেকজান্ডার দ্য গ্রেটের ম্যাসিডোনিয়া ঐতিহ্যের সঙ্গে গুলিয়ে যাচ্ছিল এই দেশের নাম। রিপাবলিক অফ ম্যাসিডোনিয়া তাই নাম বদলে হয় নর্থ ম্যাসিডোনিয়া। নর্থ ম্যাসিডোনিয়ার অধিবাসীরা বিশ্বে ম্যাসিডোনিয়ান নামেই পরিচিত হবেন।

ভারত নাকি ইন্ডিয়া দেশের নাম কী হবে? এই নিয়ে তুঙ্গে জল্পনা। বিরোধী দল কংগ্রেসের জল্পনা ইন্ডিয়া তুলে দিয়ে দেশের নাম রাখা হবে শুধু ভারত। এর আগেও বিশ্বের বহু দেশের নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে। দঃ পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সীমান্তবর্তী দেশ তুরস্ক। নাম বদলে এখন তুর্কিয়ে। রাষ্ট্রসংঘের অনুমোদনে হয় এই দেশের নাম পরিবর্তন। অটোমান সাম্রাজ্যের সংস্কৃতি, মূল্যবোধ ও সভ্যার ঐতিহ্যকে ভালভাবে প্রকাশ করে তুর্কিয়ে। তাই নাম বদল বলছেন দেশের রাষ্ট্রপতি। ইউরোপের হল্যান্ড নাম বদলে হয়েছে নেদারল্যান্ডস। এক সময়ে মাদক ও দেহ ব্যবসার রমরমার কারনে বদনাম হচ্ছিল হল্যান্ডের। মারাত্মক নেতিবাচক ছাপ পড়ছিল দেশের ভাবমূর্তিতে। সেই কলঙ্ক ধুয়ে ফেলতেই দেশের নাম বদল। চেকোস্লোভাকিয়া দু টুকরো হয়ে ১৯৯৩ এ তৈরি হয় স্লোভাকিয়া ও চেক রিপাবলিক। ২০১৬এ সেই চেক রিপাবলিক নাম বদলে হল চেকিয়া। নাম পরিবর্তনের কারন খেলোয়াড়দের জার্সিতে দেশের নাম লেখা যাচ্ছিল না। দেশীয় পণ্যে লেখা যাচ্ছিল না দেশের নাম। তাই পরিবর্তিত হয়েছে দেশের নাম। আলেকজান্ডার দ্য গ্রেটের ম্যাসিডোনিয়া ঐতিহ্যের সঙ্গে গুলিয়ে যাচ্ছিল এই দেশের নাম। রিপাবলিক অফ ম্যাসিডোনিয়া তাই নাম বদলে হয় নর্থ ম্যাসিডোনিয়া। নর্থ ম্যাসিডোনিয়ার অধিবাসীরা বিশ্বে ম্যাসিডোনিয়ান নামেই পরিচিত হবেন।

Next Video