Corona Update: আবার হাসপাতালে খুলল কোভিড ওয়ার্ড

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 22, 2023 | 7:47 PM

হাওড়ার ঘুসুড়ির টি এল জয়সওয়াল হাসপাতালে খোলা হলো কোভিড ওয়ার্ড।হাসপাতালের একটি ফ্লোর করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ নিতাই চরণ মন্ডল জানান ফের করোনার সংক্রমন বাড়ছে।তবে তা আগের মতো মারাত্মক নাহলেও।মৃত্যুর হার কম।তাই সেই ভাবে ভয়ের কারন নেই।তবে করোনা মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তর প্ৰস্তুত

আবারও বাড়ছে করোনার চোখ রাঙ্গানি।এনিয়ে ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।সেইমতো হাওড়ার ঘুসুড়ির টি এল জয়সওয়াল হাসপাতালে খোলা হলো কোভিড ওয়ার্ড।হাসপাতালের একটি ফ্লোর করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ নিতাই চরণ মন্ডল জানান ফের করোনার সংক্রমন বাড়ছে।তবে তা আগের মতো মারাত্মক নাহলেও।মৃত্যুর হার কম।তাই সেই ভাবে ভয়ের কারন নেই।তবে করোনা মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তর প্ৰস্তুত।সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।উত্তর হাওড়ার জয়সওয়াল হাসপাতালে অভিহিত আক্রান্তদের জন্য ৬০টি শয্যা রাখা হয়েছে।এছাড়াও দশটি শয্যার ক্রিটিক্যাল ইউনিট খোলা হয়েছে।এছাড়া কোভিড পরীক্ষার ব্যবস্থা রয়েছে।তবে এখনো পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়নি।মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান করোনা নিয়ে আগের মতো ভয়ের কিছু না থাকলেও জ্বর,সর্দি হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত উচিত।সংক্রমন যাতে না ছড়ায় তারজন্য মাস্ক ব্যব্যবহার করা প্রয়োজন।এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া শহরের মানুষের।কেউ মনে করছেন করোনা এখন আর পাঁচটা সাধারণ অসুখের মতো তাই ভয়ের কিছু নেই।অনেকে আবার মনে করছেন মাস্ক পরা ও সচেতনতা অবলম্বন করা দরকার।