Loading video

Arjun Tendulkar News: ক্যামেরা দেখে, গালাগালি সচিনের সু-পুত্রের!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 22, 2023 | 7:39 PM

সেইসময় অর্জুনের দিকে ফোকাস করে ক্যামেরা। তাঁর দিকে ক্যামেরা তাক করায় হুট করে রেগে যান অর্জুন। মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ ক্রিকেটারের হাবেভাবে সেটা স্পষ্ট। ক্যামেরা দেখে বাঁ দিকে বসে থাকা তিলক ভার্মার দিকে ঘুরে যান অর্জুন। কিছু একটা বলেন

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন অর্জুনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেটিজেনদের দাবি,অন ক্যামেরা গালাগালি দিয়েছেন সচিনের সু-পুত্র। ঘটনাটি মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের সময়। ডাগ আউটে বসেছিলেন অর্জুন ও পাশে ছিলেন তিলক ভার্মা। সেইসময় অর্জুনের দিকে ফোকাস করে ক্যামেরা। তাঁর দিকে ক্যামেরা তাক করায় হুট করে রেগে যান অর্জুন। মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ ক্রিকেটারের হাবেভাবে সেটা স্পষ্ট। ক্যামেরা দেখে বাঁ দিকে বসে থাকা তিলক ভার্মার দিকে ঘুরে যান অর্জুন। কিছু একটা বলেন। কী বলেছেন সেটা জানা না গেলেও এরপর ক্যামেরার দিকে তাকিয়ে বিড়বিড় করেন সচিন-পুত্র। তাঁর ঠোঁটের ভাষা পড়তে সময় লাগেনি নেটিজনদের। তাঁদের দাবি, অর্জুন ক্যামেরাম্যানকে গালাগালি দিয়েছেন। ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Published on: Apr 22, 2023 07:39 PM