Loading video

Earth Day: বসুন্ধরা দিবসে এবার একটু পৃথিবীকে নিয়ে ভাবুন

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 22, 2023 | 7:08 PM

প্রতি বছর ২২ এপ্রিল পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি,মাটি ক্ষয়,জল দূষণ,বন উজাড়ের মতো ঘটনাগুলি নিয়ে মানুষকে সচেতন করা হয়। মানুষের কর্মই পরিবেশের ক্ষতির কারণ। কী কারণে আমাদের পৃথিবীর ক্ষতি হচ্ছে এবং কীভাবে তা কমানো যায় তা জানার জন্যই সচেতনতা প্রয়োজন। বিশ্ব বসুন্ধরা দিবসটির উদযাপন ১৯৭০ সাল থেকে শুরু হয়েছিল

গরম পড়তেই এসি লাগানোর কথা ভাবেন অনেকেই। ক’জন গাছ লাগানোর কথা ভাবেন বলুন তো? বিজ্ঞানীরা জানাচ্ছেন, দিনদিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে পৃথিবী। দূষণে ভরছে উন্নত সব দেশ। প্রতি বছর ২২ এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস উদযাপন করা হয়। প্রকৃতির সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই পালিত হয় এই দিবস। পৃথিবীকে রক্ষা করার জন্য এই দিনটি নির্দিষ্ট করা হয়। একদিনে কোনও কিছুই হয় না। প্রতি বছর ২২ এপ্রিল পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি,মাটি ক্ষয়,জল দূষণ,বন উজাড়ের মতো ঘটনাগুলি নিয়ে মানুষকে সচেতন করা হয়। মানুষের কর্মই পরিবেশের ক্ষতির কারণ। কী কারণে আমাদের পৃথিবীর ক্ষতি হচ্ছে এবং কীভাবে তা কমানো যায় তা জানার জন্যই সচেতনতা প্রয়োজন। বিশ্ব বসুন্ধরা দিবসটির উদযাপন ১৯৭০ সাল থেকে শুরু হয়েছিল। ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকো-তে ইউনেসকো সম্মেলনে কর্মীরা পৃথিবীকে রক্ষার জন্য একটি দিন নির্দিষ্ট করেছিল। বিশ্ব পৃথিবী দিবস ১৯৭০ সালের ২১ মার্চ উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিনে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর,গেলর্ড নেলসন পরিবেশ সুরক্ষার জন্য ২২ এপ্রিল ১৯৭০ তারিখে পৃথিবী দিবস উদযাপনের প্রস্তাব করেন। প্রতি বছর এই দিবসে নির্দিষ্ট থিম থাকে। চলতি বছরের থিম হল- ‘Invest In Our Planet’।

Published on: Apr 22, 2023 07:08 PM