Sehgal Hossain News: আজই দিল্লি পৌঁছচ্ছেন সায়গল, গরুপাচারের অজানা তথ্য জানতে পারবে ইডি?

Oct 22, 2022 | 10:21 AM

Cow Smuggling Case: সর্বোচ্চ আদালতের আইনি ছাড়পত্র মিলতেই ময়দানে তেড়েফুঁড়ে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সায়গলকে নিয়ে সোজা শিয়ালদহ-জলন্ধর এক্সপ্রেসে চাপল ইডি।

কলকাতা: কাজে এল না কোনও কৌশলই। শেষমেশ দিল্লিতেই ঠাঁই কেষ্টর নিরাপত্তারক্ষী সায়গল হোসেনের। সুপ্রিম কোর্টে খারিজ দিল্লি হাইকোর্টে দায়ের করা মামলা। কেষ্টর ছায়াসঙ্গী ইডির জালে জড়িয়ে পড়তেই এবার আরও চাপে বীরভূমের ‘বেতাজ বাদশা’।

মামলা-মোকদ্দমা, এদিক ওদিক দৌড়াদৌড়ি – সব ব্যর্থ হয়ে গেল শীর্ষ ন্যায়ালয়ে। দিল্লির রাউস অ্যাভিনিউয়ের PMLA আদালতের রায়ই বহাল থাকল অবশেষে। এমতাবস্থায় শুক্রবার সর্বোচ্চ আদালতের আইনি ছাড়পত্র মিলতেই ময়দানে তেড়েফুঁড়ে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সায়গলকে নিয়ে সোজা শিয়ালদহ-জলন্ধর এক্সপ্রেসে চাপল ইডি। বীরভূমের বাহুবলীর ডানহাতকে নিরাপত্তার জালে বেঁধে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।

আপাতত ১ সাব-ইন্সপেক্টর, ১ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ৫ জন সশস্ত্র কনস্টেবল রয়েছেন সায়গলের পাহারায়, খবর ইডি সূত্রে। দিল্লি পৌঁছনোর পর টানা ৬ দিন জেরা করা হবে সায়গলকে। গরু পাচার মামলায় অনুব্রতর হাত কতখানি লম্বা, তার খোঁজ চালাতেই এহেন প্রক্রিয়া বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আজই ওল্ড দিল্লি স্টেশনে জলন্ধর-অমৃতসর এক্সপ্রেসের পৌঁছে যাওয়ার কথা বলে খবর সূত্রের।

Published on: Oct 22, 2022 10:16 AM