T Natarajan: মা হকার,বাবা শ্রমিক, ছেলে দেশকে টেস্ট জেতায়
T Natarajan: স্টেডিয়াম তৈরি করেছেন ক্রিকেটার টি নটরাজন। একসময়ে তাঁর ক্রিকেট কিট ছিল না। গ্রামের রাস্তায় ইয়র্কার প্র্যাকটিস করতেন তিনি।
স্টেডিয়াম তৈরি করেছেন ক্রিকেটার টি নটরাজন। একসময়ে তাঁর ক্রিকেট কিট ছিল না। গ্রামের রাস্তায় ইয়র্কার প্র্যাকটিস করতেন তিনি। বাবা শাড়ি কারখানায় কাজ করতেন মা ও ছেলে ঠেলাগাড়িতে হকারি করতেন। এই অবস্থা থেকে ভারতের ক্রিকেট দলে যাবার পথ সহজ ছিল না। চোখে ছিল জাতীয় দলের জার্সি পরার স্বপ্ন। তামিলনাড়ুর থাঙ্গারসু নটরাজন একটা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন। ওডিআই টেস্ট ও টি২০ ৩ ফর্ম্যাটে বিদেশে অভিষেক। ব্রিসবেন টেস্ট দেশকে জেতান নটরাজন। কোচ জয়প্রকাশ বদলে দেন নটরাজনের জীবন। জোলি রোভার্স চেন্নাই থেকে রঞ্জি দলে সুযোগ পান। ২০১৭ এ কিংস ইলেভেন পঞ্জাব। ২০২০ তে সানরাইজার্স হায়দরাবাদে অসাধারণ পারফরমেন্স। এরপর জাতীয় দলে নেট বলার হিসাবে প্রবেশ। তারপর স্বপ্নের উড়ান। নীল জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ফর্ম্যাটে অভিষেক। চোটের জন্য বর্তমানে জাতীয় দল থেকে দূরে টি নটরাজন।
Latest Videos