Arms Discovered: বাসে হচ্ছিল পাচার, অভিযান চালাতেই দেখা মিলল সাজানো অস্ত্রভাণ্ডারের

Arms Discovered: বাসে হচ্ছিল পাচার, অভিযান চালাতেই দেখা মিলল সাজানো অস্ত্রভাণ্ডারের

আসাদ মল্লিক

|

Updated on: Oct 30, 2022 | 1:51 PM

STF: বিহারের পাটনা থেকে মুর্শিদাবাদে পাচার হচ্ছিল এইসব অস্ত্র, খবর এসটিএফ সূত্রে।

ডানকুনি: দিকে দিকে গোলা-বারুদ। এবার ভাটপাড়া বা নৈহাটির শিবদাসপুর নয়, মুর্শিদাবাদগামী বাস থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতদের থেকে ৫ টি ‘ইম্প্রোভাইজড’ অস্ত্র, ১টি রাইফেল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে খবর সূত্রের।

বিহারের পাটনা থেকে মুর্শিদাবাদে পাচার হচ্ছিল এইসব অস্ত্র, খবর এসটিএফ সূত্রে। গতকাল রাতে বিহার থেকে অস্ত্র ঢোকে বাংলায়, এমন খবর পাওয়ার পরই ডানকুনি থানার সঙ্গে যৌথ অভিযানে নামে এসটিএফ। ইতিমধ্যেই তিনজনের নামে FIR করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জনের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল এলাকায়। আজ ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।