Asish Banerjee in Rampurhat: ভেতরে ডেপুটি স্পিকার, বাইরে আগ্নেয়াস্ত্রের দাপাদাপি!

Asish Banerjee in Rampurhat: ভেতরে ডেপুটি স্পিকার, বাইরে আগ্নেয়াস্ত্রের দাপাদাপি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 11, 2023 | 10:15 PM

Rampurhat News: রামপুরহাটে রাজ্যের ডেপুটি স্পিকার রয়েছেন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভিতরে। ঠিক সেই সময় দলীয় কার্যালয়ের সামনে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুই দুষ্কৃতী। পরে আগ্নেয়াস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ের লাগোয়া একটি ক্লাবে ঢুকে পড়ে দুষ্কৃতী।

রামপুরহাটে রাজ্যের ডেপুটি স্পিকার রয়েছেন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভিতরে। ঠিক সেই সময় দলীয় কার্যালয়ের সামনে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুই দুষ্কৃতী। পরে আগ্নেয়াস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ের লাগোয়া একটি ক্লাবে ঢুকে পড়ে দুষ্কৃতী। সেই সুযোগে ক্লাবের দরজা বন্ধ করে ক্লাবের মধ্যে দুই দুষ্কৃতী আটকে দিল ক্লাবের সদস্যরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গ্রেফতার করেছে দুই দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি সেভেন এম এম আগ্নেয়াস্ত্র।

ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। ধৃত দুই দুষ্কৃতির নাম উজ্জ্বল সেখ ও কলিমুদ্দিন সেখ। তাদের বাড়ী বীরভূমের বগটুই গ্রামে। আজ দুপুরে বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে বৈঠক করছিলেন। সেই সময় উজ্জ্বল সেখ ও কলিমুদ্দিন সেখ নামে দুই দুষ্কৃতী দলীয় কার্যালয়ের সামনে আসে। দলীয় কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে ছিলেন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক নিরাপত্তা কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র চাইছিল দুষ্কৃতীরা। এরপর উজ্জ্বল সেখ নামে এক দুষ্কৃতী তার নিজের স্কুটির ডিকি থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে সেখানে দাপাদাপি শুরু করে।

দলীয় কার্যালয়ের দেওয়াল লাগোয়াই রয়েছে একটি ক্লাব। সেই ক্লাবের ভিতরে ঢুকে ক্লাব সদস্যদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। ভয়ে ক্লাব সদস্যরা ক্লাব থেকে বাইরে বের হয়ে যান এবং বাইরে থেকে ক্লাবের দরজা বন্ধ করে দুষ্কৃতীদের ক্লাবের মধ্যে আটকে রাখেন। ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানতে পেরে উপস্থিত দলীয় কর্মীদের পুলিশে খবর দিতে বলেন। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। দিন কয়েক আগে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ এর ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। তার পরে আজ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে ফের আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুই দুষ্কৃতীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাটে।