Arjun Kapoor Gossips: জল্পনায় জল ঢালল একটি লাইক

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 04, 2023 | 3:20 PM

ভারত পাকিস্তান ম্যাচে তাঁর ছবি টাইগার থ্রির প্রচার করতে কমেন্ট্রি বক্সে আসেন সলমন খান। এবিষয়ে সোশাল মিডিয়ায় প্রয়োজক সংস্থার একটি পোস্ট হতেই তৎক্ষণাৎ সেই পোস্টে লাইক করেন অর্জুন কাপুর। আর এতেই ভুল ভাঙল নেটিজেনদের।

ভারত পাকিস্তান ম্যাচে তাঁর ছবি টাইগার থ্রির প্রচার করতে কমেন্ট্রি বক্সে আসেন সলমন খান। এবিষয়ে সোশাল মিডিয়ায় প্রয়োজক সংস্থার একটি পোস্ট হতেই তৎক্ষণাৎ সেই পোস্টে লাইক করেন অর্জুন কাপুর। আর এতেই ভুল ভাঙল নেটিজেনদের। অনেকেই ভাবতেন সলমন ও অর্জুন কাপুরের মধ্যে এখনও সমস্যা রয়েছে। এক সময়ে অর্জুনের কারণেই বিচ্ছেদ হয় মালাইকা আরোরা ও আরবাজ খানের।

সলমন খান ও বনি কাপুরের সম্পর্ক খুব কাছের। বনির সূত্রেই সলমন খানের বাড়িতে আসেন অর্জুন কাপুর। সেই সময়ে সলমন বনিকে সাবধান করে বলেন। অর্জুন যা করছেন তাতে কারও ভাল হবে না। এরপরই অর্জুন কাপুরের ছবির সংখ্যা কমতে থাকে। অনেকের অনুমান সলমন খানের সঙ্গে বচসাতেই এমন হচ্ছে। তবে ভারত পাক ম্যাচের আগে অর্জুনের একটা লাইক সে সব জল্পনায় জল ঢেলে দিল।

Akshay Kumar Gossips: আবার বছর ২০ পর
Aamir-Salman Gossip: সলমনকে আমিরের কটাক্ষ
Akshay Kumar Gossips: আবার বছর ২০ পর
Aamir-Salman Gossip: সলমনকে আমিরের কটাক্ষ