Aamir-Salman Gossip: সলমনকে আমিরের কটাক্ষ
৩ খান, আমির, শাহরুখ ও সলমন একসঙ্গে শুরু করেন কেরিয়ার। ৩০ বছর বলিউডে রাজত্ব করছেন ৩ খান। 'আন্দাজ আপনা আপনা'য় একসঙ্গে ছিলেন সলমন ও আমির। শাহরুখের 'পাঠান' এর প্রমোশনে আসেন সলমন।
৩ খান, আমির, শাহরুখ ও সলমন একসঙ্গে শুরু করেন কেরিয়ার। ৩০ বছর বলিউডে রাজত্ব করছেন ৩ খান। ‘আন্দাজ আপনা আপনা’য় একসঙ্গে ছিলেন সলমন ও আমির। শাহরুখের ‘পাঠান’ এর প্রমোশনে আসেন সলমন। প্রতিযোগিতা ভুলে একে অপরের কাছাকাছি আসেন এসআরকে ও ভাইজান। অথচ আমির ও সলমনের মধ্যে যেন ক্ষীণ দূরত্ব।
আমির খানের পরিচালনায় আসার খবরে। সল্লু মিঞা বলেন ‘আবার পরিচালনায় কেন’? উত্তরে আমির বলেন তাঁর আশা কখনও সলমনকেও পরিচালনা করবেন। নিজেকে পরিশ্রমী কর্মী আখ্যা দিয়ে আমির বলেন। সলমনের স্টাইল স্টার সুলভ। সলমন নিজের মেজাজে থাকেন। নিজের ইচ্ছে মতো আসেন ও ইচ্ছে মতো চলে যান।
আমির ও সলমন প্রকাশ্যে একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়ি করেননি। তবে আমির সলমনকে কটাক্ষ করতে ছাড়েননি। আমির খানের শেষ দুই ছবি বক্স অফিসের মুখ থুবড়ে পড়ে। তিনি সাময়িক বিরতি নিয়ে ফিরছেন পরিচালনা দিয়ে। সানি দেওলের হাত ধরে কতটা ভাগ্য খোলে আমিরের সেটাই এখন দেখার।