Washing Machine Hacks: না কেচে কীভাবে বারবার ব্যবহার করবেন আপনার পরনের জিন্স, জানেন?
খাবার খেতে গিয়ে কিংবা রান্না করতে গিয়ে জামায় তেল-মশলার দাগ লেগে যায়। প্রথমে টিস্যু ব্যবহার করে তেলটা যতটা সম্ভব শুষে নিন। এর উপর দিয়ে ট্যালকম পাউডার বা বেবি পাউডার ছড়িয়ে দিন
জিন্স ধুতে গেলে বেশ সময় লাগে। কিন্তু অপরিষ্কার হলে সেটা কাচতে তো হবেই। জিন্স সারারাত ফ্রিজে রেখে দিন। ঠান্ডা তাপমাত্রায় ব্যাকটেরিয়া মরতে শুরু করে। এতে আপনি জিন্স না ধুয়েও পরিষ্কার মনে হবে। শুধু ফ্রিজ থেকে বের করে একবার রোদে শুকনো করতে দেবেন। খাবার খেতে গিয়ে কিংবা রান্না করতে গিয়ে জামায় তেল-মশলার দাগ লেগে যায়। প্রথমে টিস্যু ব্যবহার করে তেলটা যতটা সম্ভব শুষে নিন। এর উপর দিয়ে ট্যালকম পাউডার বা বেবি পাউডার ছড়িয়ে দিন। এভাবে ৩০ মিনিট রেখে দিন এবং এরপর পাউডার ঝেড়ে ফেলুন। দেখবেন জামা থেকে উধাও হয়ে গেছে তেলের দাগ। হাতে জামাকাপড় কাচার পরও অনেক সময় জামা থেকে দাগছোপ উঠতে চায় না। দাগের পিছনে কাগজ রাখুন। দাগ অপসারণের জন্য রাবিং অ্যালকোহলে তুলোর বল ডুবিয়ে দাগের উপর ভাল করে ঘষুন। তারপর জামাটা শুকোতে দিন এবং দাগ নিমেষে দূর হয়ে যাবে। ঘামের দুর্গন্ধ দূর করতে জামা কেচে ফেলেন। কিন্তু অনেক সময় ঘামের দাগ জামা নষ্ট হয়ে যায়। ঘামের দাগের উপর লেবুর রস ও নুন লাগান। দাগ যতক্ষণ না উঠছে ততক্ষণ এটি ঘষতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই ঘামের গন্ধ ও দাগ দুটোই দূর হয়ে যাবে।