Erling Haaland: হালান্ডের ঘুমের রহস্য জানেন?

Erling Haaland: হালান্ডের ঘুমের রহস্য জানেন?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 01, 2023 | 2:59 PM

গত বছর এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। মাঠ মাতাচ্ছেন ম্যানচেস্টার সিটির হয়ে। তাঁর গোল করার অবিশ্বাস্য দক্ষতার অন্যতম কারণ দুর্দান্ত ফিটনেস বা শারীরিক দক্ষতা। সবাই ফিটনেস বা শারীরিক দক্ষতার জন্য সর্বোচ্চ মনোযোগ দেন ব্যায়াম ও খাদ্যাভ্যাসে। এখানে হালান্ড সবার চেয়ে ব্যতিক্রম। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঘুম। ঘুমানোর কয়েক ঘণ্টা আগে পরেন বিশেষ সানগ্লাস বা রোদচশমা

নরওয়ের মানুষ হলেও আর্লিং হালান্ডের জন্ম কিন্তু ইংল্যান্ডের লিডসে।গত বছর এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। মাঠ মাতাচ্ছেন ম্যানচেস্টার সিটির হয়ে। তাঁর গোল করার অবিশ্বাস্য দক্ষতার অন্যতম কারণ দুর্দান্ত ফিটনেস বা শারীরিক দক্ষতা। সবাই ফিটনেস বা শারীরিক দক্ষতার জন্য সর্বোচ্চ মনোযোগ দেন ব্যায়াম ও খাদ্যাভ্যাসে। এখানে হালান্ড সবার চেয়ে ব্যতিক্রম। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঘুম। ঘুমানোর কয়েক ঘণ্টা আগে পরেন বিশেষ সানগ্লাস বা রোদচশমা। কমলা রঙের এই সানগ্লাস নীল আলোর জন্য বিশেষভাবে বানানো। হালান্ড ঘুমাতেও যান তাড়াতাড়ি,রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে। ঘুমানোর কিছুক্ষণ আগে সব ইলেক্ট্রিক ডিভাইস বন্ধ করে দেন। যাতে কোনোভাবেই সেগুলো তাঁর ঘুমে ব্যাঘাত ঘটাতে না পারে। চালু থাকে কেবল একটা অরা রিং। সেটা পরে ঘুমান হালান্ড। যেটা ঘুমের মধ্যে তাঁর শরীরের ওপর নজর রাখে। নজর রাখে তাঁর ঘুম কেমন হলো,শরীরের তাপমাত্রা কত থাকল,মানসিক চাপ অনুভব করেছিলেন কি না। সকালে ওঠার জন্য অ্যালার্ম হিসেবে তিনি দিয়ে রেখেছেন চ্যাম্পিয়নস লিগের থিম সং। হালান্ড বেশি খাওয়ার জন্য এক সতীর্থ মজা করে তাঁকে ভাল্লুকের সঙ্গে তুলনা করেছিলেন! তিনি নাকি দিনে ৬ হাজার ক্যালরি পর্যন্ত গ্রহণ করতে পারেন। যেখানে সাধারণত ছেলেদের ক্যালরি প্রয়োজন হয় দৈনিক আড়াই হাজার। তাঁর এই প্রচুর খাওয়ার অভ্যাস এসেছে ছোটবেলার শহর বেরিনায় থাকতে। সেখানকার মানুষের পাতে প্রচুর প্রোটিনসমৃদ্ধ খাবার থাকে, বিশেষ করে মাংস। হালান্ড খাদ্যতালিকায় রাখেন কার্বোহাইড্রেটের সমন্বয়,যাতে থাকে ভারসাম্য। সে জন্য তাঁর পাতে থাকে লাসানিয়া। পাশাপাশি মাছ খেতেও পছন্দ করেন হালান্ড। ছোটবেলায় নাকি ইচ্ছা ছিল শেফ হওয়ারও।

Published on: May 01, 2023 02:58 PM