Ranganathaswamy Temple, Srirangam: একটি দেশের চেয়েও বড় এই মন্দির
Ranganathaswamy Temple: রোমের ভ্যাটিক্যান সিটি বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির একটি। ভ্যাটিক্যান সিটির চেয়েও বড় এই মন্দিরের পাঁচিল ঘেরা অঞ্চল । তামিলনাড়ুর শ্রী রঙ্গনাথস্বামী মন্দির।
রোমের ভ্যাটিক্যান সিটি বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির একটি। ভ্যাটিক্যান সিটির চেয়েও বড় এই মন্দিরের পাঁচিল ঘেরা অঞ্চল । তামিলনাড়ুর শ্রী রঙ্গনাথস্বামী মন্দির। তামিলনাড়ুর শ্রীরঙ্গমের তিরুচিনাপ্ললীতে অবস্থিত শ্রী রঙ্গনাথস্বামী মন্দির। দ্রাবিড় শৈলীর হোয়সালা এবং বিজয়নগর স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মন্দির। দেবতা হিসাবে শ্রীকৃষ্ণ, রাম, বিষ্ণু এবং দেবী লক্ষ্মী পূজিতা হন এখানে। শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের গোপুরমগুলোয় অপরূপ কারুকার্য খোদিত । মন্দিরের ভিতরে বিশাল বিশাল স্তম্ভ । মন্দিরের প্রাচীরগুলি দুর্গের মতো । ভগবান বিষ্ণুর ২৪টি মূর্তি চারটি স্তম্ভে খোদিত, একে বলা হয় চতুর্বিমষ্টী। কার্তিক কৃষ্ণপক্ষে দ্বিতীয়া থেকে একাদশী পর্যন্ত এখানে হয় ওঞ্জল উৎসব । ৯দিন ব্যপি এই উৎসব শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের মূল উৎসব।
এই সময়ে শ্রী রঙ্গনাথস্বামীর মূর্তি পালকিতে চাপিয়ে শোভাযাত্রা বেরোয় । বৈদিক মন্ত্রোচ্চারণ ও তামিল শাস্ত্রীয় সঙ্গীত হয় । মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে আছে বেশ কিছু দর্শনীয় স্থান।