Roopa Ganguly: 'মেয়েবেলা'য় রূপার বদলে অনুশ্রী, শুনে কী বলেন বিজেপি নেত্রী?

Roopa Ganguly: ‘মেয়েবেলা’য় রূপার বদলে অনুশ্রী, শুনে কী বলেন বিজেপি নেত্রী?

আসাদ মল্লিক

|

Updated on: May 13, 2023 | 6:13 PM

Tollywood Actress: দক্ষিণ কলকাতার নামজাদা স্টুডিয়ো। তাতেই শুটিং হচ্ছে 'মেয়েবেলা'। টিআরপিতে প্রথম পাঁচে না থাকলেও গত কয়েক সপ্তাহে বিতর্কে এই ধারাবাহিক দখল করেছে শিরোনাম।

দক্ষিণ কলকাতার নামজাদা স্টুডিয়ো। তাতেই শুটিং হচ্ছে ‘মেয়েবেলা’। টিআরপিতে প্রথম পাঁচে না থাকলেও গত কয়েক সপ্তাহে বিতর্কে এই ধারাবাহিক দখল করেছে শিরোনাম। নতুন বীথিমাসি অনুশ্রী দাস কতটা খাপ খাইয়ে নিতে পারলেন? সেই উত্তর খুঁজতেই TV9 বাংলা ডিজিটাল হাজির হয়েছিল সেটে।