No Sick Leaves: মিথ্যে অজুহাতে অফিস ছুটি? পড়বেন ধরা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 14, 2023 | 2:07 PM

সর্দি-কাশির অজুহাত দিয়ে বারবার ছুটি নেন অফিসে? এবার সেদিন শেষ। এই ধরনের শরীর খারাপের বাহানা দিয়ে অফিস থেকে ছুটি নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। এবার মিথ্যে অজুহাতে ছুটি পেতে অসুবিধায় পড়তে হতে পারে আপনাকে।

সর্দি-কাশির অজুহাত দিয়ে বারবার ছুটি নেন অফিসে? এবার সেদিন শেষ। এই ধরনের শরীর খারাপের বাহানা দিয়ে অফিস থেকে ছুটি নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে। এবার মিথ্যে অজুহাতে ছুটি পেতে অসুবিধায় পড়তে হতে পারে আপনাকে। মিথ্যে বলে ছুটি চাইলে অফিসের বস ধরতে না পারলেও,রেহাই পাবেন না আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের থেকে। বর্তমানে সবক্ষেত্রেই AI-র রমরমা। সাম্প্রতিককালে একের পর এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছে ChatGPT। বসের কাছে মিথ্যে অজুহাতে ছুটি চাইলে তা ধরা পড়ে যেতে পারেন। আপনার ছুটি বাতিল করে অফিসে ডাকতে পারেন আপনাকে। AI মানুষের গলার স্বর শুনে ধরে ফেলতে পারে আদৌ আপনার ঠান্ডা লেগেছে কি না। আপনার মিথ্যে এইভাবেই ফাঁস হয়ে যেতে পারে। কিছু গবেষক ৬৩০ জনের ভয়েস প্যাটার্ন নিয়ে গবেষণা করেছেন। এই ৬৩০ জনই বলছিলেন যে তাঁদের সর্দি-কাশি হয়েছে। কিন্তু গবেষণার পরে দেখা যায় তাঁদের মধ্যে মাত্র ১১১ জনের সাধারণ সর্দি হয়েছে। গবেষকরা এই সমস্ত লোকের ভোকাল প্যাটার্ন পরীক্ষা করেছেন যাতে ঠান্ডা লাগা এবং ফ্লু সনাক্ত করা যায়। এই পরীক্ষায় হারমোনিক্স ব্যবহার করা হয়েছে। গবেষকরা লোকেদের ১ থেকে ৪০ পর্যন্ত গণনা করতে বলেছিলেন। তারপর সপ্তাহান্তে কে কী করলেন তার বর্ণনা দিতে বলেছিলেন। এ ছাড়া তাঁদের একটি গল্প শোনাতেও বলা হয়েছিল। তারপর তাঁদের স্বরে হারমোনিক্স পর্যবেক্ষণ করে সত্য মিথ্যা বিচার করা হয়েছে। এই গবেষণায় প্রায় ৭০% নির্ভুলতা দেখা গিয়েছে। এই কৌশলটি কর্পোরেট অফিসের বসের জন্য কার্যকর হতে পারে। ফলে এবার থেকে ফাঁপরে পড়বেন কর্মীরা।