Table Tennis School Champion: টেবল টেনিসের স্কুল চ্যাম্পিয়ন
রাজডাঙ্গার আরসিএস টেবল টেনিস অ্যাকাডেমিতে তিন দিন ধরে টেবিলে ঝড় তুলল খুদে টেবল টেনিস চ্যাম্পিয়নরা। ওদের কারও আইডল ফেন জিং ডং, কেউ ফ্যান মিমা ইতোর, কেউ মণিকা বাত্রার ভক্ত, কেউ আবার অন্ধের মত ফলো করেন সাথিয়ান গণশেখরণের খেলা।
বাংলার প্রায় ৬০ থেকে ৭০টি স্কুলের দেড়শো ছাত্রছাত্রী অংশগ্রহণ করল বেঙ্গল স্কুল টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে। রাজডাঙ্গার আরসিএস টেবল টেনিস অ্যাকাডেমিতে তিন দিন ধরে টেবিলে ঝড় তুলল খুদে টেবল টেনিস চ্যাম্পিয়নরা। ওদের কারও আইডল ফেন জিং ডং, কেউ ফ্যান মিমা ইতোর, কেউ মণিকা বাত্রার ভক্ত, কেউ আবার অন্ধের মত ফলো করেন সাথিয়ান গণশেখরণের খেলা। তিন দিনের এই টুর্নামেন্টে কেউ এসেছে ব্যক্তিগত বিভাগে আর কেউ আবার দলগত বিভাগে প্রতিদ্বন্দ্বিতায়। ছোট্ট মেয়ে আলিজা তার ক্লাসে টেবল টেনিসের দৌলতে জনপ্রিয়। সহপাঠীরা আর শিক্ষক শিক্ষিকারা উৎসাহ দেন খেলায়। ছেলেদের দলগত বিভাগে জিতল আদিত্য অ্যাকাডেমি। ওদের মুখে জয়ের আনন্দ। গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করেই ওরা ঝড় তুলল টেবিলে। কেউ জিতল, কেউ হারল। কিন্তু এই ছোট ছোট হার থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণ হবে এই বিশ্বাসে ওরা প্রত্যয়ী।