Litan Das Exclusive: কার পরামর্শে শাহরুখের কেকেআর-এ যোগ দেন লিটন?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 13, 2023 | 7:41 PM

কলকাতার দলে প্রথমবার যোগ দিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজিত লিটন। এসেই টিভি নাইন বাংলার মুখোমুখি তিনি। জানালেন, নাইট শিবির তাঁকে দলে নেওয়ার পর শাকিব আল হাসানের সঙ্গে তাঁর কথা হয়েছিল

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হোম ম্যাচের আগে নাইটরাইডার্স শিবিরে যোগদান করলেন বাংলাদেশের তারকা লিটন দাস। প্রথমবার নাইটশিবিরে যোগ দিলেন বাংলাদেশ ক্রিকেটের সহঅধিনায়ক। কলকাতার দলে প্রথমবার যোগ দিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজিত লিটন। এসেই টিভি নাইন বাংলার মুখোমুখি তিনি। জানালেন, নাইট শিবির তাঁকে দলে নেওয়ার পর শাকিব আল হাসানের সঙ্গে তাঁর কথা হয়েছিল। শাকিব এই বছরেও নাইট শিবিরে থাকলেও জাতীয় দলের খেলার জন্য যোগ দিতে পারছেন না। তবে অতীতে বেগুনি জার্সি পড়ে খেলার অভিজ্ঞতা রয়েছে শাকিবের। বাংলাদেশ টি২০ অধিনায়কের পরামর্শ নিয়েই শাহরুখের দলে যোগ দিলেন লিটন। বিপিএলে তাঁর দলে খেলেছেন রাসেল-নারিন। তাই দুই ক্যারিবিয়ান তারকার সঙ্গে তাঁর নাইট সংসারে খেলতে কোনও চাপ নেই। আরও অনেক কথা তিনি এক্সক্লুসিভলি জানালেন একমাত্র টিভি নাইন বাংলাকে।