Mosquito Killer: মশা মারার মেশিনে কি ইলেকট্রিক বিল বাড়ে?

Mosquito Killer: মশা মারার মেশিনে কি ইলেকট্রিক বিল বাড়ে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Feb 27, 2023 | 12:58 PM

মশা থেকে বাঁচতে আপনি যে মেশিনটি ব্যবহার করেন তা কতটা বিদ্যুৎ খরচ করে জেনে নিন।

মশা থেকে বাঁচতে অলআউট বা গুডনাইটের মতো ছোট মশা তাড়ানোর মেশিনও নিশ্চয়ই ব্যবহার করেন। আবার কখনও কখনও একটুক্ষণ চালানোর পরে মেশিনটি বন্ধ করে দেন এটা ভেবে যে, অনেক ইলেকট্রিক বিল আসবে। মশা থেকে বাঁচতে আপনি যে মেশিনটি ব্যবহার করেন তা কতটা বিদ্যুৎ খরচ করে জেনে নিন। যদিও আপনি কোন মেশিন ব্যবহার করছেন তার উপর এটি নির্ভর করে। বেশিরভাগ মশা তাড়ানোর মেশিন ন্যূনতম বিদ্যুৎ খরচের কথা মাথায় রেখেই তৈরি করা হয়। যে কোনও মশা তাড়ানোর যন্ত্র সাধারণত ৫ থেকে ৭ওয়াট বিদ্যুৎ খরচ করে। ঠিক যতটা বিদ্য়ুৎ একটি নাইট বাল্বের জন্য় প্রয়োজন। মশা তাড়ানোর মেশিন খুব কম বিদ্য়ুৎ খরচ করে। এটি আপনার বিদ্যুৎ বিলকে খুব বেশি বাড়তে দেয় না। মেশিনটি প্রায় ১০ ঘন্টা একটানা ব্যবহার করলে প্রায় অর্ধেক ইউনিট বিদ্যুৎ খরচ করে। যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা হয়, তবে মশা তাড়ানোর মেশিনটির জন্য প্রায় ৪০ টাকা খরচ করতে হবে। আপনি মেশিনটিকে সারা রাত চালিয়ে রাখতেই পারেন। এতে আপনি মশার উৎপাত থেকে বাঁচবেন এবং ঠিক ভাবে ঘুমোতে পারবেন।