Eid 2023: ইদের দিনে, দুর্গা প্রতিমার বায়না

Eid 2023: ইদের দিনে, দুর্গা প্রতিমার বায়না

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 22, 2023 | 7:58 PM

বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো,এখনও ঢের দেরি। অনেকে পুজো শুরু করেছেন পয়লা বৈশাখে। কিন্তু তাঁরা পুজো শুরু করলেন ইদের দিনে। নাসির আলি অভিজিৎ দাশেরা, একসঙ্গে এবছরের পুজোর প্রতিমার বায়না দিলেন। লোক দেখানো নয়। খিদিরপুর সর্বজনীনে, পুজোর সময়ও একসঙ্গেই তাঁরা পুজোর আয়োজন করেন। তবেই না তাঁরা সর্বজনীন

ইদের খুশি ছড়িয়ে গেল পুজোর আনন্দে। শতবর্ষের পথে খিদিরপুর সর্বজনীন। বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো,এখনও ঢের দেরি। অনেকে পুজো শুরু করেছেন পয়লা বৈশাখে। কিন্তু তাঁরা পুজো শুরু করলেন ইদের দিনে। নাসির আলি অভিজিৎ দাশেরা, একসঙ্গে এবছরের পুজোর প্রতিমার বায়না দিলেন। লোক দেখানো নয়। খিদিরপুর সর্বজনীনে, পুজোর সময়ও একসঙ্গেই তাঁরা পুজোর আয়োজন করেন। তবেই না তাঁরা সর্বজনীন। খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দেখা গেল। দুই সম্প্রদায় যেন ভাই ভাই। কথাও যেন বিভেদ নেই। তাঁরা একে অপরকে আলিঙ্গন করলেন। সমান তালে চললো মিষ্টি মুখ করানোর পর্ব। খুশির ইদের পবিত্র দিনে মা দুর্গাকে ঘরে আনার প্রথম উপচার সম্পন্ন হল এইভাবেই। জীবনানন্দ দাশের ‘হিন্দু-মুসলমান’ কবিতাটি মনে পড়ে যায়।
“মহামৈত্রীর বরদ-তীর্থে-পুণ্য ভারতপুরে
পূজার ঘন্টা মিশিছে হরষে নমাজের সুরে সুরে”

Published on: Apr 22, 2023 07:58 PM