Food Recruitment Scam: আবাসনে ইডির তল্লাশি
রাজারহাট দোশদ্রোণ ঘোষপাড়া এলাকায় একটি আবাসনে ইডির তল্লাশি চলছে । স্থানীয় সূত্রে খবর ভোরবেলা তিনটি গাড়ি করে ইডির তদন্তকারী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা এই বাড়িতে আসে।
রাজারহাট দোশদ্রোণ ঘোষপাড়া এলাকায় একটি আবাসনে ইডির তল্লাশি চলছে । স্থানীয় সূত্রে খবর ভোরবেলা তিনটি গাড়ি করে ইডির তদন্তকারী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা এই বাড়িতে আসে। চিনার পার্কের অভিজাত আবাসনে হোটেল মালিক বাকিবুল রহমানের দোতলার ফ্লাটে তল্লাশি অভিযান সংঘটিত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তকারী আধিকারিকেরা।বাকিবুর রহমানের ফ্ল্যাট থেকে শুরু করে পানশালা, হোটেলে তল্লাশি চালাচ্ছে ইডি।
ইডি সূত্রে খবর, খাদ্য নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে এই বাকিবুর রহমান বলে খবর। সেই তদন্তেই ইডির ছয় সদস্যের দল বুধবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে বাকিবুরের একাধিক সম্পত্তিতে।তল্লাশি চলাকালীন বাকিবুর এর ফ্লাটে তার পরিচারিকা এলে তাকে ঢুকতে দেওয়া হয়না,নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী পরিচারিকা কে বলে দেয় এই মুহুর্তে প্রবেশ করা যাবে না বাড়িতে। পরিচারিকাত কাছে জানতে চাওয়া হলে তিনি কিছুই বলতে পারে না,বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই থাকেন,পরিচারিকা কাজে আসেন কাজ করে চলে যায়,মালিক কি করে,কোথায় যায় তিনি কিছুই জানেন না।