Gaza-Israel War: ইজরায়েলে আটকে কোলাঘাটের পড়ুয়া
Israel-Palestine Conflict: ভিনদেশে পড়তে গিয়ে বিপাকে কোলাঘাটের যুবক। প্রতি মুহূর্তে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে। দ্রুত যেন ছেলে ফিরে আসে সরকারের কাছে কাতর আবেদন।
ভিনদেশে পড়তে গিয়ে বিপাকে কোলাঘাটের যুবক। প্রতি মুহূর্তে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে। দ্রুত যেন ছেলে ফিরে আসে সরকারের কাছে কাতর আবেদন। উত্তর চব্বিশ পরগনার হাবড়া বাড়ি হলেও দীর্ঘদিন কোলাঘাটে বসবাস করেন কোলাঘাট কে.টি. পি.পি হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস রায়চৌধুরী। তাপস বাবুর এক ছেলে নীলাদ্রি রায় চৌধুরী। ভেটিনারি সায়েন্সে কলকাতার বেলগাছিয়া পাস করার পর । ইজরায়েল বারইলান ইউনিভার্সিটি আন্ডারে রিচার্জ-এর সুযোগ পায় কোলাঘাট থেকে পাড়ি দেয় ইজরায়েলে। গত ১লা মাচ ২০২২ ইজরায়েল
হাইফা শহরে পৌঁছয় সেখানে এক বছর সাত মাস ধরে ক্যান্সারে রিসার্চ নিয়ে গবেষণা করছে নীলাদ্রি।
কিন্তু তৃতীয় বিশ্ব যুদ্ধের চোখ রাঙানির মধ্যে চোখের সামনে নেমে এল অন্ধকার রায় চৌধুরী পরিবারে। রুমের বাইরে বোমগুলির শব্দ। প্রতি মুহূর্তে বেজে উঠছে সাইরেন। ছেলের বিপদের মধ্যে রয়েছে তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটছে নীলাদ্রি বাবা মায়ের। নীলাদ্রি নভেম্বর ১ তারিখ বাড়ি আসার কথা ছিল। কিন্তু এখন দিন কাটছে বাঙ্কারের মধ্যে। প্রতি মুহূর্তে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে পরিবার। নীলাদ্রির পরিবারের একটাই দাবি, সরকারি সহযোগিতায় শুধু আমার ছেলে নয় আটকে থাকা সমস্ত ছাত্রছাত্রী যেন বাড়ি ফিরে নির্বিঘ্নে। নীলাদ্রির বাবা জানান যে ছেলের সাথে গতকাল রাতে কথা হয়েছে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন। ছেলে যেন অক্ষত বাড়ি ফিরে আসে আর্জি একটাই।