Murshidabad News: হাজারদুয়ারির সামনে বিষ কেনার ভিক্ষা!
West Bengal Hawker: হাজারদুয়ারির বাইরে বিষ কেনার জন্য ভিক্ষা চাইছে হকাররা। হাজাদুয়ারিতে আসা পর্যটকদের কাছে বিষ কেনার জন্য ভিক্ষা চাইছে পশ্চিম দিকের দোকানদার, ব্যবসায়ী ও হকাররা। উল্লেখ্য ও দু-তিন মাস ধরে পশ্চিম দিকের গেট বন্ধ রয়েছে হাজারদুয়ারিতে।
হাজারদুয়ারির বাইরে বিষ কেনার জন্য ভিক্ষা চাইছে হকাররা। হাজাদুয়ারিতে আসা পর্যটকদের কাছে বিষ কেনার জন্য ভিক্ষা চাইছে পশ্চিম দিকের দোকানদার, ব্যবসায়ী ও হকাররা। উল্লেখ্য ও দু-তিন মাস ধরে পশ্চিম দিকের গেট বন্ধ রয়েছে হাজারদুয়ারিতে। সেই কারণে সেখানকার হকার, দোকানদার এবং ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। আর্থিক অনটনের সম্মুখীন হচ্ছেন তারা। লোন নিয়ে ব্যবসা করায় লোনের কিস্তি পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে।
তাই বুধবার পর্যটকদের কাছে বেঁচে থাকার জন্য নয় বরং বিষ কিনে আত্মহত্যা করার জন্য ভিক্ষে চাইছে তারা।
এমনকি বুধবার সকালে এক হকারের স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছে, বর্তমানে সে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
Latest Videos