Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elvish Yadav: রাস্তায় ঝড় তোলেন ভাইরাল ইউটিউবার

Elvish Yadav: রাস্তায় ঝড় তোলেন ভাইরাল ইউটিউবার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 19, 2023 | 6:50 PM

রাস্তায় ঝড় তোলেন ভাইরাল ইউটিউবার। ইউটিউব থেকে তাঁর খ্যাতি। ইউটিউব থেকেই প্রতিপত্তি। ইউটিউবে ট্রেন্ড এলভিস যাদব। এলভিস যাদব সম্প্রতি বিগ বসে এসেছেন। সেখানেও তিনি হিট। ২০১৬য় ইউটিউব চ্যানেল তৈরি করেন এলভিস যাদব।

রাস্তায় ঝড় তোলেন ভাইরাল ইউটিউবার। ইউটিউব থেকে তাঁর খ্যাতি। ইউটিউব থেকেই প্রতিপত্তি। ইউটিউবে ট্রেন্ড এলভিস যাদব। এলভিস যাদব সম্প্রতি বিগ বসে এসেছেন। সেখানেও তিনি হিট। ২০১৬য় ইউটিউব চ্যানেল তৈরি করেন এলভিস যাদব। জনপ্রিয় ইউটিউবার এলভিসের খ্যাতি, সাবস্ক্রাইবার ছাড়াও নজর কাড়ে তাঁর গাড়ির কালেকশন। ২৬ বছরের এই ইউটিউবারের ১৪ মিলিয়ন ফলোয়ার। ইউটিউবে তুমুল জনপ্রিয় এই মানুষটির কী কী গাড়ি আছে জানেন? এলভিসের কালেকশনে আছে পোর্সে 718 বক্সস্টার দাম ১.৪১ কোটি টাকা। মাত্র ৫.১ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি গতিবেগ তোলে এই গাড়ি। এলভিসের কালেকশনে আছে টয়োটা ফরচুনার লেজেন্ডার, দাম ৪২ লাখ টাকা। ১১ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি গতিবেগ তোলে এই গাড়ি। এলভিসের গ্যারাজে আছে হুন্ডাই ভারনা , দাম ১৫ লাখ টাকা। ১০০ কিমি বেগ তুলতে এই গাড়ি সময় নেয় ১২.১ সেকেন্ড। এলভিসের সংগ্রহে থাকা গাড়ির মূল্য প্রায় ২ কোটি টাকা। ইউটিউব ছাড়াও অন্য সোশাল মিডিয়াতেও বেশ খ্যাত এই ইউটিউবার।

Published on: Aug 19, 2023 06:47 PM