UPI Credit Payments: টাকা না থাকলেও, করতে পারবেন UPI Payment

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 12, 2023 | 1:13 PM

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এক পয়সাও না থাকে,তাহলেও আপনি UPI Payment করতে পারবেন। এটিও আসলে এক প্রকার ক্রেডিট বা ঋণের বন্দোবস্ত। আপনার অ্যাকাউন্টে টাকা না থাকা সত্ত্বেও PhonePe,GPay-র মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এক পয়সাও না থাকে,তাহলেও আপনি UPI Payment করতে পারবেন। এটিও আসলে এক প্রকার ক্রেডিট বা ঋণের বন্দোবস্ত। আপনার অ্যাকাউন্টে টাকা না থাকা সত্ত্বেও PhonePe,GPay-র মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এই ধারের ব্যবস্থা করে দেবে আপনারই ব্যাঙ্ক,যে অ্যাকাউন্ট আপনি UPI-তে লিঙ্ক করে রেখেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলে UPI লেনদেন করতে পারবেন না। আপনি যখনই ওয়ালেটে কিছু টাকা যোগ করবেন,সঙ্গে-সঙ্গেই অনলাইন পেমেন্ট করতে পারবেন। কিন্তু আপনার UPI Wallet এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট উভয় জায়গাতেই যদি টাকা না থাকে,তখন কী করবেন? সেখানেই ব্যাপক সহায়ক হতে পারে RBI-এর নতুন ব্যবস্থাপনা। ব্যাঙ্ক আপনাকে ক্রেডিট হিসেবে কিছু টাকা দিতে পারে। সেই টাকা আপনি জরুরি সময়ে কাজে লাগাতে পারেন। Credit Card-এর আর কোনও ঝঞ্ঝাট থাকবে না। ক্রেডিট কার্ডে যেমন আপনাকে একটা কার্ড দেওয়া হয়,এখানে তা হবে না। ব্যবহারকারীরা অনলাইন ট্রানজাকশনেই ক্রেডিট কার্ডের সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেমন আপনাকে বিল পেমেন্ট করতে গিয়ে সুদ দিতে হয়,এক্ষেত্রেও ঠিক তাই হবে। এক কথায়,আগামী দিনে ক্রেডিট কার্ড বহন করার ঝামেলা আর থাকবে না। যথা সময়ে টাকা শোধ করতে হবে। একজন গ্রাহক কত টাকা ঋণ নিতে পারবেন,তার একটা ক্রেডিট লাইন ঠিক করে দেবে ব্যাঙ্কগুলিই। নির্দিষ্ট সময়ের মধ্যে UPI Payment-এর বকেয়া টাকা শোধ করতে না পারেন,অতিরিক্ত সুদ ধার্য করা হবে।