Mysterious Village: এই গ্রামে সবাই দৃষ্টিহীন

Mysterious Village: এই গ্রামে সবাই দৃষ্টিহীন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 16, 2023 | 9:36 PM

পৃথিবীতে অনেক রহস্যময় জিনিস আছে। পৃথিবীতে একটি গ্রাম আছে যা দেখলে বিস্মিত হবেন। সেই গ্রামে শিশু অন্ধ হয়ে যায় জন্মগ্রহণের পর। এমনকি পশু-পাখিরাও অন্ধ হয়ে যায়। এই গ্রামটি আছে মেক্সিকোতে। এই গ্রামে ৩০০ জন মানুষ থাকেন।

পৃথিবীতে অনেক রহস্যময় জিনিস আছে। পৃথিবীতে একটি গ্রাম আছে যা দেখলে বিস্মিত হবেন। সেই গ্রামে শিশু অন্ধ হয়ে যায় জন্মগ্রহণের পর। এমনকি পশু-পাখিরাও অন্ধ হয়ে যায়। এই গ্রামটি আছে মেক্সিকোতে। এই গ্রামে ৩০০ জন মানুষ থাকেন। এই গ্রামের মানুষেরা জ্যাপোটেক উপজাতির।‘দৃষ্টিহীনদের গ্রাম’ বলেই সবাই চেনে এই গ্রামটিকে। শিশুদের যখন জন্ম হয়,তখন তাদের দৃষ্টিশক্তি থাকে। আস্তে আস্তে তাদের দৃষ্টিশক্তি চলে যায়। এই গ্রামের নাম টিলটেপেক গ্রাম। অনেকেই মনে করেন এই গ্রামে আছে একটি অভিশপ্ত গাছ। এই গাছের জন্য তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। গ্রামবাসীরা মনে করেন, এই গাছকে দেখার পরই সবাই অন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা এটাকে কুসংস্কার বলেন। এই গ্রামে আছে ‘ব্ল্যাক ফ্লাই’ প্রজাতির মাছি। এই মাছিগুলি খুবই বিষাক্ত। বিষাক্ত এই মাছিগুলি জন্য এই গ্রামের মানুষেরা অন্ধ হয়ে যায়। টিলটেপেকের বাসিন্দাদের অন্য জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁরা সেই গ্রামেই ফিরে আসে।