রাজনীতি ছেড়ে দেবেন ‘খেলা হবে’ শ্লোগানের স্রষ্টা?
খেলা হবে এখন শুধু ভাইরালই নয়, 'ভাইরালের বাবা'। কোন পথে হবে দেবাংশুর আগামীর পথচলা?
দেবাংশু ভট্টাচার্য । অরাজনৈতিক পরিবারের এক রাজনৈতিক ছেলে। তৃণমূলে যার উত্থান রকেট গতির থেকেও বেশি। জেলা, রাজ্য তো দূর, কখনও ব্লকেও রাজনীতি করার অভিজ্ঞতা নেই, সেই ছেলেই কি না রাজ্যের শাসক দলের মুখপাত্র। যার লেখা গানে সিলমোহর বসিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে এখন শুধু ভাইরালই নয়, ‘ভাইরালের বাবা’। পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, মুখে মুখে এখন শুধু দেবাংশুর ‘খেলা হবে’। কোন ভাবনা থেকে এই খেলা হবের সৃষ্টি? কোন পথে হবে দেবাংশুর আগামীর পথচলা?
Published on: Apr 08, 2021 04:26 PM