COAL SCAM: কয়লার কালিতে কালিমালিপ্ত বাংলা, নতুন তথ্য ইডির ফাইলে!

সৌরভ পাল |

Apr 09, 2021 | 11:36 AM

কয়লার টাকা নেওয়ার ব্যাপারে নাম জড়িয়েছে অভিষেকের গোটা পরিবারেরই, বক্তব্য ইডির! কয়লাকাণ্ডের পাচার হওয়া টাকার রশিদের সূত্র ধরে ইডির জালে রাঘব বোয়ালেরা। টাকা যেত রুজিরা বন্দ্যোপাধ্যায় ও তাঁর বোনের কাছে। কীভাবে যেত টাকা?

COAL SCAM: কয়লার কালিতে কালিমালিপ্ত বাংলা, নতুন তথ্য ইডির ফাইলে!
ছবি : TV9 Bangla

Follow Us

ভোটের উত্তাপ দিন দিন বাড়িয়ে চলেছে ‘কয়লা’। লালাকে (Lala) জেরা করে ইডির হাতে বিস্ফোরক তথ্য। পাচার চক্র চালাতে রোজ ১.৫ কোটি টাকা অভিষেক পত্নী রুজিরার অ্যাকাউন্টে ফেলতেন লালা!

ইডির তদন্তে উঠে আসছে একের পর এক নাম। লালার দুই বিশ্বস্ত সহযোগীর হাতে ছিল টাকা পাচারের দায়িত্ব। ১০৯ দিনে ১৬৮ কোটির ‘প্রোটেকশন মানি’ কাগজের বাক্সে পৌঁছে যেত অশোক মিশ্রর (Ashok Mishra) কোয়ার্টারে। পাশাপাশি কয়লার টাকা নেওয়ার ব্যাপারে নাম জড়িয়েছে অভিষেকের গোটা পরিবারেরই, বক্তব্য ইডির!

কয়লাকাণ্ডের পাচার হওয়া টাকার রশিদের সূত্র ধরে ইডির (ED) জালে রাঘব বোয়ালেরা। টাকা যেত রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Bandyopadhyay) ও তাঁর বোনের কাছে। কীভাবে যেত টাকা?

অন্যদিকে ইডির প্রমাণের বিরুদ্ধে খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ‘আমার তোলাবাজির প্রমাণ দিলে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো’, জনসভা থেকে সরাসরি বার্তা অভিষেকের।

Next Video