Energy Saving Fan: সারাদিন পাখা ঘুরলেও বিদ্যুৎ বিল সামান্য!
পোলবার সুগন্ধা পুরুষোত্তমবাটিতে সাইনোশিয়র কারখানায় টাইফোজ বিএলডিসি পাখার শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, দমকল বিভাগের এডিজি নীলাদ্রি চক্রবর্তী, স্থানীয় শিল্পদ্যোগী ও জনপ্রতিনিধিরা।
পোলবার সুগন্ধা পুরুষোত্তমবাটিতে সাইনোশিয়র কারখানায় টাইফোজ বিএলডিসি পাখার শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, দমকল বিভাগের এডিজি নীলাদ্রি চক্রবর্তী, স্থানীয় শিল্পদ্যোগী ও জনপ্রতিনিধিরা।
মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে দিনে দিনে গরম বাড়ছে। তাই পাখা ছাড়া এক মুহুর্ত গরমে থাকা যায়না। যাদের এসি কেনার ক্ষমতা নেই তাঁদের পাখাই একমাত্র ভরসা। বাজার চলতি অন্যান্য পাখা চালালে যা বিদ্যুৎ খরচ হয়, তার থেকে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয়কারী এই পাখা।মন্ত্রী বলেন, শুধু চাকরির কথা চিন্তা করে বসে থাকলে চলবে না। ছোট বড় নানান শিল্পের কথা ভাবতে হবে তবেই ভবিষ্যত প্রজন্ম এগিয়ে যাবে। পাশাপাশি কর্মসংস্থান হবে অনেকের।সুগন্ধার এই কারখানায় বর্তমানে ২০০ জন কাজ করেন। সংস্থার অন্যতম ডিরেক্টর সম্পূর্ণা ঘোষ বলেন, ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের কাছ থেকে ফাইভ ষ্টার রেটিং পেয়েছে এই পাখা। তিনি আরও বলেন,আগেকার দিনে বাল্ব টিউব ব্যবহারে যে বিদ্যুৎ খরচ হত তার থেকে অনেক কম খরচে বেশি আলো পাওয়া যায় এলইডি লাইট ব্যবহারে। ঠিক তেমনিই অন্যান্য পাখার তুলনায় অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হবে এই পাখায়। দেশের ৩০ কোটি মানুষ যদি এই পাখা ব্যবহার করে তবে বছরে ৮১০০ কোটি ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে।আগে দেশে এই বিএলডিসি প্রযুক্তির পাখা থাকলেও সম্পূর্ণ পার্টস এখানে তৈরী হতনা। বাইরে থেকে পার্টস এনে অ্যাসেম্বল করতে হত। তবে এবার সম্পূর্ণ টাই তৈরী হবে এই কারখানায়। যার ফলে ৯৯৯ টাকায় এই পাখা পাওয়া যাবে।আগামী দিনে দেশের বিভিন্ন জায়গায় এই প্রযুক্তিতে তৈরী পাখা পাওয়া যাবে।