Asansol Dengue Death: ডেঙ্গিতে ছাত্রের মৃত্যু!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Aug 17, 2023 | 8:36 PM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে তার পরিবারের দাবি। যুবকের নাম অভিনাস সাউ (২০)। অবিনাস আসানসোল বিবি কলেজের গ্রাজুয়েশেনের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার পরিবার সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার অবিনাশ সুস্থ ছিল

পশ্চিম বর্ধমান জেলায় প্রথম ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা! আর এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আসানসোল শহরে। আসানসোল পৌরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাঙানিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে তার পরিবারের দাবি।
যুবকের নাম অভিনাস সাউ (২০)। অবিনাস আসানসোল বিবি কলেজের গ্রাজুয়েশেনের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার পরিবার সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার অবিনাশ সুস্থ ছিল। মঙ্গলবার রাতে তার হঠাৎই ঘুসঘুসে জ্বর আসে। এরপর বুধবার দুপুরে জ্বর বাড়লে পরিবারের লোকেরা অভিনাসকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবিনাসকে দুই থেকে তিন ঘন্টা চিকিৎসা করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটায় আসানসোল জেলা হাসপাতাল থেকে রোগীকে রেফার করে দেওয়া হয়। এরপর অবিনাসকে নিয়ে তার পরিবারের লোকেরা দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অবিনাসের ডেঙ্গু হয়েছে এবং তার অবস্থা শোচনীয়। বৃহস্পতিবার সকালে অবিনাসের মৃত্যু হয়। এই ঘটনায় সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে অবিনাসের পরিবার। অবিনাসের কাকিমার অভিযোগ, আসানসোল জেলা হাসপাতালে তেমন কোন চিকিৎসায়ই হয়নি। এমন কি সেই সময় যদি ধরার ধরা যেত যে তার ডেঙ্গু হয়েছে তাহলে উন্নত চিকিৎসা শুরু করা যেত। দেরি হয়ে যাওয়ার কারণেই অবিনাসের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। যদিও এখনও সরকারিভাবে স্বীকার করা হয়নি অবিনাসের মৃত্যু ডেঙ্গুতেই হয়েছ। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানা হয়েছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল তাদেরকে জানিয়েছিল অবিনাস ডেঙ্গু আক্রান্ত এবং তারপরে তার মৃত্যু হয়েছে। এমনকি বেসরকারি ওই হাসপাতালের ডেথ সার্টিফিকেটে কজ অফ ডেথ ডেঙ্গু দেখানো হয়েছে। অন্যদিকে আসানসোল পৌর নিগমের ৪২ নম্বর ওয়ার্ডে রাঙানিয়া পাড়া এলাকায় গিয়ে দেখা গেল প্রচুর পরিমাণে আবর্জনা এবং নোংরাতে ভরে আছে এলাকা। যদিও এই ঘটনা ঘটার পরেই তৎপর হয়েছে পুরনিগম। এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ শুরু হয়েছে এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সাউ পরিবারের অভিযোগ ওই এলাকায় বেশ কয়েকটি খাটাল রয়েছে হলে নোংরা আবর্জনা গোবর পড়ে থাকে এলাকায় পুরসভা কে বল কোন কাজ হয়নি বা খাটাল উচ্ছেদ করা যায়নি এই ঘটনা লিখেছে রাজনীতির রং অগ্নি মিথ্যা পালের কোটাক্ষ পশ্চিমবঙ্গে তো ডেঙ্গু হয় না মুখ্যমন্ত্রী বলেছেন অজানা জ্বর হয়। অজানা জল নেই পশ্চিমবঙ্গবাসী কি এখন মরতে হবে। প্রশাসন কোন ব্যবস্থাই নেবে না আসানসোল পৌর নিগমের চেয়ারম্যানের অমরনাথ চট্টোপাধ্যায় বলেন পৌর নিগমের পক্ষ থেকে সাফাই হচ্ছে নিয়মিত। ডেঙ্গু রোধে অনেক ব্যবস্থা নেয়া হচ্ছে কিন্তু মানুষকে সচেতন হতে হবে।তারা নিজেদের বাড়িতে জমা জল রেখে দিচ্ছে। স্থানীয় কাউন্সিলর অমিতাভ বসু বলেন ঐ এলাকায় প্রচুর খাটাল আছে। আমরা বলেছি স্থানীয়দের গণ ডেপুটেশন জমা দিতে কিন্তু ওরা দেয়নি। স্থানীয়রা বাধা দিয়েছে খাটাল উচ্ছেদ করতে। তারা বলেছে রুটি রুজির ব্যাপার। আবার সাউ পরিবারের বাড়িতে, বাগানে এমনকি ছাদে জমা জলে ডেঙ্গু লার্ভা পাওয়া গেছে। তাই মানুষকে সচেতন হতেই হবে। আবর্জনা পরিষ্কার করছে না নিজেরা। রাস্তা ঘাটে আবর্জনা পৌরনিগম পরিষ্কার করছে। তবে শেষ পর্যন্ত জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ ইউনুস খান জানান, ঘটনার কথা তিনি শুনেছেন। খোঁজ নিচ্ছেন। তবে আসানসোলে গত এক সপ্তাহে মোট ১৬ জনের ডেঙ্গু পাওয়া গেছে। এগুলি কোনওটাই সিরিয়াস নয়। অবিনাস সাওয়ের ঘটনাটি ব্যতিক্রম।