Waayu App: এই অ্যাপে খাবার পাবেন আরও সস্তায়!
Swiggy এবং Zomato-কে টক্কর দিতে আসরে নামলেন বলিউডের আন্না সুনীল শেট্টি । ফুড ডেলিভারি অ্যাপ নিয়ে এসে চমক দিলেন অভিনেতা । Zomato ও Swiggy-র প্রতিযোগী সুনীলের সেই ফুড ডেলিভারি অ্যাপের নাম ‘Waayu’।
Zomato ও Swiggy পিছিয়ে ফেলবে আন্না সুনীল শেট্টি। Zomato ও Swiggy দামের থেকে অনেকটাই কম দামে খাবার ডেলিভারি হবে সুনীলের তৈরি ফুড ডেলিভারি অ্যাপে। এই ডেলিভারি অ্যাপের নাম ‘Waayu’। এই অ্যাপ ১৫ থেকে ২০% ছাড়ে খাবার পৌঁছে যাবে আপনার কাছে। অনেক সময় দেখা যায় খাবারের জন্য বেশি পরিমাণে টাকা নেওয়া হচ্ছে সেদিকে খেয়াল রাখবে এই অ্যাপ। সুনীল শেট্টি অনেক টাকা বিনিয়োগ করেছেন এই অ্যাপে। এছাড়া Destek HORECA নামের একটি স্টার্টআপ সংস্থাও বিনিয়োগ করেছে এই ফুড ডেলিভারি অ্যাপের ব্যবসায়। প্রাথমিকভাবে তাঁদের লক্ষ্য মুম্বইয়ের ১০০০ টি রেস্তোঁরার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। তারপর মুম্বই ছাড়িয়ে মহারাষ্ট্রের বিভিন্ন কোনায় পৌঁছে যাওয়া। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে তাঁদের ফুড ডেলিভারি অ্যাপকে পৌঁছে দেওয়া লক্ষ্য বলিউডের আন্নার।
Published on: May 16, 2023 05:57 PM