Jalpaiguri News: মাছ ধরার জালে এটা কী!
মাছ ধরার জালে আটকে শরীরে ক্ষত হয়ে যাওয়ায় যন্ত্রনায় ছটফট করছিলো একটি বার্মিজ পাইথন। জাল কেটে উদ্ধার করে হলুদ গুড়ো দিয়ে প্রাথমিক চিকিৎসার করার পর বনদপ্তরের হাতে তুলে দিলো পরিবেশ প্রেমী।
মাছ ধরার জালে আটকে শরীরে ক্ষত হয়ে যাওয়ায় যন্ত্রনায় ছটফট করছিলো একটি বার্মিজ পাইথন। জাল কেটে উদ্ধার করে হলুদ গুড়ো দিয়ে প্রাথমিক চিকিৎসার করার পর বনদপ্তরের হাতে তুলে দিলো পরিবেশ প্রেমী। জলপাইগুড়ি মুন্ডা বস্তির বাসিন্দা এক গৃহস্থ বাড়ির ঘরের পাশে জালে আটকা পড়ে একটি আট ফুটের বার্মিজ পাইথন। সাত সকালে এই দৃশ্য দেখে হইচই পড়ে যায় এলাকায়।খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংস্থা গ্রীন জলপাইগুড়ি কে। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাসের নেতৃত্বে উদ্ধারকারী টিম মুন্ডা বস্তি পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করেন। মুন্ডা বস্তীর বাসিন্দা বিশাল ওড়াও বলেন আমার প্রতিবেশী খবর দেয় তার বাড়ির পাশে জালে আটকে আছে অজগর সাপ। তার গায়ে ক্ষত দেখবার পর আমি খবর দেই গ্রীন জলপাইগুড়ি নামে সেচ্ছাসেবী সংস্থাকে। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা পরিবেশ প্রেমী অংকুর দাস জানান,সাপটি দীর্ঘক্ষণ ধরে জালে আটকে থেকে হাঁসফাঁস করছিলো। জালে আটকে আঘাত পেয়েছে। হলুদ গুঁড়ো দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।।সাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বনকর্মী সৌভিক মন্ডল বলেন গ্রীন জলপাইগুড়ি সেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি বার্মিজ পাইথন উদ্ধার করে বনদপ্তরে জমা দিয়েছে। আমরা সাপটিকে চিকিৎসার জন্য গরুমারা প্রকৃতি বিক্ষন কেন্দ্রে পাঠিয়েছি।