Shah Rukh Khan Gossips: কে চাইতেন ফ্লপ করে মুম্বই ছাড়ুন শাহরুখ?
তিনি চাননি শাহরুখ খানের ছবি হিট করুক। বরং চেয়েছিলেন চূড়ান্ত ফ্লপ করুক শাহরুখের ছবি। চেয়েছিলেন ব্যর্থ হয়ে দিল্লিতে ফিরে যান শাহরুখ খান। তিনি আর কেউ নন শাহরুখের জীবন সঙ্গিনী গৌরী খান।
তিনি চাননি শাহরুখ খানের ছবি হিট করুক। বরং চেয়েছিলেন চূড়ান্ত ফ্লপ করুক শাহরুখের ছবি। চেয়েছিলেন ব্যর্থ হয়ে দিল্লিতে ফিরে যান শাহরুখ খান। তিনি আর কেউ নন শাহরুখের জীবন সঙ্গিনী গৌরী খান। ২১ বছর বয়সে শাহরুখের সঙ্গে বিয়ে হয় গৌরীর। মায়ানগরীতে লড়াই শুরুর দিন থেকে আজ পর্যন্ত শাহরুখের জীবনে অনেক বদল এসেছে। বদলায়নি কেবল একটাই বিষয়। তা হল গৌরী খানের হাত।
এক হাতে সাফল্য অন্য হাতে গৌরী খানের হাত ধরে কিং খান চড়েছেন সাফল্যের এক থেকে অন্য সোপান। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন এমন বললেন গৌরী খান? গৌরী বলেন তিনি জানতেন একজন নবাগতর জন্য বলিউডে জায়গা করা কতটা কঠিন। তাঁদের কাছে সম্পূর্ণ নতুন ছিল এই জগত। গৌরীর ভাল লাগত না এই দুনিয়া। তিনি তাই চাইতেন শাহরুখ যদি ব্যর্থ হন তাহলে আবার ফিরে পাবেন চেনা শহর দিল্লিকে। কিন্তু অদৃষ্টের ইচ্ছে ছিল অন্য কিছু। তারপর একের পর এক হিট সব ভাল হতে লাগল। গৌরী আজও যেন বুঝতে পারেন না কবে মেগাস্টার হয়ে গেলেন শাহরুখ খান।