Shah Rukh Khan: ১০৩ জ্বরেও শাহরুখ সেটে
দিল্লির এক সাধারণ পরিবারে বড় হয়ে থিয়েটরের মঞ্চ থেকে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। তাঁর জওয়ান এখন ১০০০ কোটির ব্যবসা করে বলিউডকে প্রাণদান করে। কোন রহস্যে শাহরুখের এই উত্থান? সম্প্রতি তাঁর এক সহ অভিনেতা জানালেন কোন ধাতুতে তৈরি শাহরুখ খান।
দিল্লির এক সাধারণ পরিবারে বড় হয়ে থিয়েটরের মঞ্চ থেকে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। তাঁর জওয়ান এখন ১০০০ কোটির ব্যবসা করে বলিউডকে প্রাণদান করে। কোন রহস্যে শাহরুখের এই উত্থান? সম্প্রতি তাঁর এক সহ অভিনেতা জানালেন কোন ধাতুতে তৈরি শাহরুখ খান। ‘আর্মি’ তে শাহরুখের সঙ্গে অভিনয় করেন রবি কিষণ। ওই ছবির একটি দৃশ্যের দৃশ্যায়ন হচ্ছিল মেহবুব স্টুডিয়োতে।
আর্মিতে ক্যামিওর রোলে ছিলেন শাহরুখ। একটি ক্ল্যাইম্যাক্স সিনের শুট চলছিল। শ্রীদেবী, ড্যানি ডেনজংপা, রণিত রায় অভিনীত সেই ছবির সেটে শাহরুখ খান হাজির হন। শাহরুখের গায়ে তখন ১০৩ জ্বর। অসুস্থতা নিয়েই তিনি অভিনয় করেন। রবি কিষণ বলছেন এসআরকের কাজের প্রতি একাগ্রতা ও মনোযোগ শিক্ষণীয়। অক্ষয় কুমার ও শাহরুখ খানের মধ্যে এই গুন আছে বলছেন রবি। ওঁরা যেন একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছেন। ছবির ক্ষেত্রে কথার খেলাপ করা শাহরুখ খানের ধর্মে নেই। বলছেন বলিউড ও ভোজপুরী সিনেমার বিখ্যাত অভিনেতা রবি কিষণ শুক্লা।